মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

লতার বাড়ি সিলগালা!

শোবিজ ডেস্ক

লতার বাড়ি সিলগালা!

ভারতে করোনা পরিস্থিতি বেড়েই চলছে। শুধু তাই নয়,  দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভারত সরকার  দেশটির জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বাসভবন সিল করে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ সূত্রে জানা গেছে, গত শনিবার দক্ষিণ মুম্বাইয়ের চাম্বালা হিলসে পেডার রোডে প্রভুকুঞ্জ বাড়িটি সিল করে দিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। কয়েক দিন আগে ওই বাড়িতে কজনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। তবে ৯০ বছর বয়সী ভারতরত্ন সংগীতশিল্পী লতা মঙ্গেশকর সুস্থ আছেন। করোনার সংক্রমণ  ঠেকাতে পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লতা মঙ্গেশকরের বাসভবন সিল করা হয়েছে। লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কিনা, তা জানতে আমাদের কাছে ফোনকলের বন্যা বয়ে  গেছে।’ আমরা জানাতে চাই, আবাসন সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ মিলে এ ভবন সিল করে দিয়েছে। আমাদের এখানে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা বাধ্যতামূলক। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারে গুরুত্ব দেবেন না। সব প্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর