মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আসাদ জামানের জলঘড়ির সাফল্য

শোবিজ প্রতিবেদক

আসাদ জামানের জলঘড়ির সাফল্য

বামে নির্মাতা আসাদ জামান, ডানে জলঘড়ির একটি দৃশ্য

স্ক্রিনরাইটার হিসেবে সাফল্য কুড়িয়েছেন আরও আগেই। কিন্তু একেবারে নিজের গল্প বলার ক্ষেত্রে আসাদ জামান যে ভিন্নমাত্রার একজন, তার প্রমাণ আসাদ জামান পরিচালিত ইনডিপেনডেন্ট চলচ্চিত্র ‘জলঘড়ি’। সর্বশেষ চলচ্চিত্রটি ভারতের ঝাড়খ- চলচ্চিত্র উৎসব-২০২০ এর প্রতিযোগিতা বিভাগে সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। ১ থেকে ১০ সেপ্টেম্বর বিশ্বের নানা দেশের নানা ভাষার চলচ্চিত্র নিয়ে উৎসব চলবে। এর আগে ইতালির ফিওরেন্সা সেররা চলচ্চিত্র উৎসব, যুক্তরাষ্ট্রের মন্টেগোমারি চলচ্চিত্র উৎসব, নিউইয়র্কের বিবপ কনটেন্ট আর ইংল্যান্ডের লিফট অব ফার্স্ট টাইম ফিল্মমেকার উৎসবেও অফিশিয়াল সিলেকশন হিসেবে নির্বাচিত হয় চলচ্চিত্রটি। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা আসাদ জামানের। ছবির প্রযোজক আসাদ জামান, রাব্বি রাজ ও টি এইচ তন্ময়। এটি নির্মিত হয়েছে মাইন্ড টিউন মোশন পিকচার্স, বৃক্ষ ফিল্মস এবং কাইনেটিক মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে। জলঘড়ির চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রং বিন্যাস সাইফ রাসেলের। অভিনয় করেছেন দ্বীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, রিমন সরকার, জয়িতা মহলানবিশসহ আরও অনেকে। সিনেমার নির্মাতা আসাদ জামান বলেন, ‘আমাদের দেশের প্রচলিত গল্প বলার ঢং এবং নির্মাণের ঢংয়ের একেবারে বাইরে গিয়ে আমি একটা গল্প বলতে চেয়েছি।’

 

 

সর্বশেষ খবর