বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফারুকী-তিশার ‘আ বার্নিং কোশ্চেন’

শোবিজ প্রতিবেদক

ফারুকী-তিশার ‘আ বার্নিং কোশ্চেন’

প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রথম ইংরেজি চলচ্চিত্র নো ল্যান্ডস ম্যান-এর সম্পাদনার কাজ চলছে। মুক্তির দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এরই মধ্যে ঘোষিত হয়েছে তাদের আরেকটি ইংরেজি ছবির নাম। সোমবার এশিয়ান প্রজেক্ট মার্কেট ২২টি ছবির নাম ঘোষণা করেছে। সেখানে এশিয়ার অন্য দেশের ছবির সঙ্গে আছে ফারুকী ও তিশা প্রযোজিত ‘আ বার্নিং কোশ্চেন’ নামের ছবিটি। প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘আ বার্নিং কোশ্চেন’ নামের এই ছবিতে তিশা ও ফারুকীর সঙ্গে সহপ্রযোজক হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের শ্রীহরি সাঠে, তিনি নো ল্যান্ডস ম্যান ছবিরও অন্যতম প্রযোজক। ‘আমি ফিল্ম মেকার। যে কোনো ভাষায়ই ছবি করতে পারি, যদি সেই ছবির বিষয়টা বা চরিত্রগুলো আমাকে যথেষ্ট পরিমাণ নাড়া দেয়। এই ছবির গল্পটা আরেকটু বেশি আমেরিকান মেইন স্ট্রিম বিষয় নিয়ে নাড়াচাড়া করবে। ফলে আরেকটু অন্যরকম চরিত্র, লোকেশন নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, সে জন্য আমি আনন্দিত।’

স্যাটারডে আফটারনুন বা শনিবার বিকাল ছবিটির এখনো মুক্তির কোনো খবর নেই। অন্যদিকে নো ল্যান্ডস ম্যান সম্পাদনা চলছে। এর মধ্যে আরেকটা ছবির চিন্তা কেন? এমন প্রশ্নে ফারুকি বলেন, ‘আশা করছি নো ল্যান্ডস ম্যান আগামী বছর দর্শকের কাছে পৌঁছবে! তারপর কী নিয়ে কাজ করব, সেটা জানা থাকাটা আমার জন্য দরকার! আর আমি সব সময়ই একটা কাজ করতে করতেই পরের কাজটা নিয়ে ভাবী! আমার ধারণা, বেশির ভাগ ফিল্মমেকারই তাই করেন।’ ফারুকী বরাবরই তার সিনেমায় কাস্টিংয়ে একটা বড় চমক রাখার চেষ্টা করেন। তার ছবিতে দেশের সেরা তারকাদের যেমন দেখা গেছে, তেমনি দেশের বাইরেরও সেরা অভিনয় ও সংগীতের মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। আ বার্নিং কোশ্চেন ছবির কাস্টিং নিয়ে কিছু ভেবেছেন কি? জবাবে ফারুকী বলেন, ‘এখনো তেমন কিছু ভাবিনি। তবে বাংলাদেশ থেকে একজন থাকবেন। বাকিরা দেশের বাইরের।’ 

সর্বশেষ খবর