বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের ছবি নিয়ে ফাখরুল

শোবিজ প্রতিবেদক

মুক্তিযুদ্ধের ছবি নিয়ে ফাখরুল

নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। নাম ১৯৭১ এবং কুয়ে। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ফ্রান্স, প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যা কুয়ে পাকিস্তানের পিআইএ-৭১১ যাত্রীসহ একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তার দাবি ছিল, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা। জানা গেছে, জ্যা কুয়ের সেদিনের সে ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। যে কারণে ছবির ভাষা থাকবে ফরাসি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য ছবিটি নিয়ে পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘এটা আমাদের গড়াই ফিল্মসের প্রথম আন্তর্জাতিক কাজ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপদে পড়া মানুষের সাহায্য করার জন্যই জ্যা কুয়ে বিমান হাইজ্যাক করেছিলেন। যদিও অফিসারদের চালাকির কারণে তিনি আটক হয়েছিলেন, কিন্তু ২০ টন ওষুধ ঠিকই বাংলাদেশে এসেছিল।’

 

সর্বশেষ খবর