বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশেষ দিনে শিবলীর আত্মোপলব্ধি

শোবিজ প্রতিবেদক

বিশেষ দিনে শিবলীর আত্মোপলব্ধি

প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক এবং কোরিওগ্রাফার শিবলী মোহাম্মদ। ক্লাসিক্যাল নৃত্যশিল্পী হিসেবে তিনি দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়। সৌন্দর্য আর ছন্দের সমন্বয়ে তিনি নৃত্যশিল্পকে এক অনন্য পর্যায়ে নিয়েছেন। তিনি নৃত্যাঞ্চলের সহ-পরিচালকও। ৪ সেপ্টেম্বর এই প্রিয়মুখের জন্মদিন। তবে এবারের বিশেষ এই দিনটি তার কাছে আনন্দের নয়, আত্মোপলব্ধির। এই করোনাময় সময়ে তিনি স্মৃতির ভেলায় মন ভাসিয়ে দিয়ে বলেন, ‘অতীতে দেশে থাকতে ছাত্র-প্রিয়জনেরা ফুল-কেক নিয়ে শুভেচ্ছা জানাত। তবে একসময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালাতে চাইতাম এই আনন্দযজ্ঞ থেকে। বাইরে চলে যেতাম দিনটি আসার আগেই। গত বছর কলকাতায় চলে গেলাম। সেখানে সুকল্যাণ বাসায় যেতে বললে গেলাম। এরপর একটার পর একটা চমক আমার জন্য অপেক্ষা করতে লাগল। সুকল্যাণ মজাদার খাবার রান্না আর কলিংবেল বাজিয়ে আসতে থাকল ঢাকা থেকে শামিম আরা নীপা, দিল্লি থেকে শাকিলা জাফর, কলকাতার ইন্দ্রাণী হালদারসহ অনেকেই। সেসব দিনের কথা মনে পড়ে। এ বছরও জন্মদিন আসছে। তবে গত বছরের আনন্দ আর এ বছরের মৃত্যুর মিছিল। তাই এ বছর জন্মদিন পালনের চিন্তাই করতে পারি না। চারদিকের খারাপ অবস্থা দেখে মনটা কেঁদে ওঠে। অনেকেই অনাহারে আছে, কেউ তাকায় না। আমি চাই, মানুষ মানুষকে ভালোবাসুক। মানুষের মন উদার হোক, বিবেক জাগ্রত হোক। যার যতটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে অসহায়ের পাশে এসে দাঁড়াক।

সর্বশেষ খবর