শাকিব খান, মাহী, অনন্ত, বর্ষা, পরীমণি, সিয়াম, স্পর্শিয়া, রোশান, বাপ্পী, নাজিফা টুসি, চঞ্চল চৌধুরী, রিয়াজ, তাসকিন, পূজা, পূর্ণিমা, চঞ্চলসহ আরও অনেকে ফিরেছেন এবং ফিরছেন ক্যামেরার সামনে। গত মার্চে দেশে করোনাভাইরাস শনাক্ত হলে বন্ধ হয়ে যায় ছবির নির্মাণকাজ। এতে আটকা পড়ে প্রচুর ছবির শুটিং। প্রায় ছয় মাস পর যখন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে ও চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি ইতিমধ্যে দেওয়া…