সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’

শোবিজ প্রতিবেদক

‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’

জুঁই-দিনার

প্রীতিলতা ওয়াদ্দেদার, যার ডাকনাম রানী, ছদ্মনাম ফুলতারা, একজন বাঙালি ছিলেন, যিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেওয়া এ বাঙালি বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। সেই প্রীতিলতার ৮৮ তম মৃত্যুবার্ষিকী ২৩ সেপ্টেম্বর। বিশেষ এ দিনটিতে ফরহাদ আলমের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’। এতে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই এবং নির্মল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার। জুঁই বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল প্রীতিলতা চরিত্রটিকে ফুটিয়ে তোলার। আমি যখন প্রথম পরিচালকের কাছ থেকে স্ক্রিপ্ট পাই তখন আসলে ভেবে উঠতে পারিনি কীভাবে কাজটা করা সম্ভব। পরে সবাই মিলে অনেক কষ্ট করে কাজটি ভালোভাবে স্ক্রিপ্ট অনুযায়ী ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি।’ ইন্তেখাব দিনার বলেন, ধন্যবাদ পরিচালককে একটা চ্যালেঞ্জ নিয়ে নাটকটি নির্মাণ করার জন্য। এটা সত্যি প্রচ- গরমে আমাদের অনেক কষ্ট করে কাজটি করতে হয়েছে। নির্মাতা চেষ্টা করেছেন ভালোভাবে কাজটি করার এবং আশা করা যায় যে কাজটি দর্শকের মনের মতোই হবে।

 

সর্বশেষ খবর