মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রথম কেমোয় সফল সঞ্জয় দত্ত

শোবিজ ডেস্ক

প্রথম কেমোয় সফল সঞ্জয় দত্ত

ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে বলিউড তারকা সঞ্জয় দত্তের। চিকিৎসকরা জানিয়েছিলেন স্টেজ থ্রি-তে ধরা পড়েছে এই অভিনেতার ক্যান্সার। কিন্তু পরবর্তীতে চিকিৎসকরা বলেছেন, ‘তৃতীয় নয়, চতুর্থ পর্যায়ে তার ক্যান্সার’। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফুসফুসে ক্যান্সারের কথা জানতে পেরেই তড়িঘড়ি চিকিৎসার জন্য আমেরিকার হাসপাতালে যাওয়ার কথা ভেবেছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু মুম্বাই হামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় আমেরিকার দূতাবাস তাকে প্রথমে আমেরিকার ভিসা দিতে রাজি না হলেও পরবর্তীতে পাঁচ বছরের জন্য চিকিৎসা ভিসা দেয়। কিন্তু করোনার কারণে বিদেশে গিয়েও চিকিৎসা করানোটা কঠিন হয়ে উঠেছে। তাই সেই সিদ্ধান্ত বাতিল করে আপাতত কোকিলাবেন হাসপাতালেই চিকিৎসা করাচ্ছেন তিনি। জানা গেছে, প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে। কোকিলাবেন হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহেই সঞ্জয়ের প্রথম পর্যায়ের কেমোথেরাপি করেছেন চিকিৎসকরা। যা সফল হয়েছে।

 

সর্বশেষ খবর