বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আত্মপ্রচারণায় তারকাদের ইউটিউব চ্যানেল

আত্মপ্রচারণায় তারকাদের ইউটিউব চ্যানেল

বিনোদন উপস্থাপনের ধরন ও প্ল্যাটফরম বদলে যাচ্ছে প্রতিনিয়ত। তাই প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি এখন তারকারাও ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুলছেন। নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইউটিউবকে বেছে নিয়েছেন বিকল্প মাধ্যম হিসেবে। নিজেদের প্রচারের সঙ্গে তারা আর্থিকভাবেও হচ্ছেন লাভবান। কিছু তারকা নিজেদের নামে আগেই ইউটিউব চ্যানেল খুলেছেন, কেউ প্রস্তুতি নিচ্ছেন। তারকাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিয়ে বিস্তারিত লিখেছেন- পান্থ আফজাল

 

বিশ্বায়নের যুগে প্রতিনিয়ত মানুষের বিনোদন উপভোগের ধরন বদলে যাচ্ছে। রয়েছে অগণিত বিকল্প মাধ্যম। ইন্টারনেটের অভাবনীয় বিস্তৃতির কারণে এখন সবকিছু হাতের মুঠোয়। বায়োস্কোপের যুগ পেরিয়ে মানুষ এখন টেলিভিশন, সিনেমা হল থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। ভিডিও স্ট্রিমিং সাইটের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লাইকি কিংবা টিকটকে তারকারা যেমন সরব, তেমনি ইউটিউবে নিজেদের প্রচারের জন্য ভিডিও দিয়ে দর্শকদের মনোযোগ আর্কষণ করছেন। কারণ, ভিউয়ের সংখ্যা কিংবা মতামতের বার্তা সবই এখানে বিদ্যমান। এ কারণে অনেকেই এখন নিজস্ব ইউটিউব চ্যানেলের দিকে ঝুঁকছেন। পিছিয়ে নেই আমাদের দেশের তারকারাও। ব্যক্তিগত সব কাজের ফিরিস্তি আপলোড করছেন নিজেদের চ্যানেলে। সেসব আবার শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। এটি একদিকে নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের আর্কাইভ হিসেবে কাজ করছে, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারকারা। এ তালিকায় রয়েছেন শাকিব খান, মেহজাবিন, স্পর্শিয়া, মোশাররফ করিম, সিয়াম, বিদ্যা সিনহা মিম, সাফা, হৃদয় খান, টনি ডায়েস, চঞ্চল চৌধুরী, ইমরান মাহমুদুল, কণা, আরেফিন শুভ, টয়া, অনন্ত জলিল, মাহিয়া মাহী, মনির খান, এস ডি রুবেল, ডলি সায়ন্তনী, রবি চৌধুরী, আসিফ আকবর, তাহসান, হাবিব ওয়াহিদ, এস আই টুটুল, তানিয়া আহমেদ, ওমর সানি, আইরিন সুলতানা, সাবিলা নূরসহ অনেক তারকাও। এদের মধ্যে কেউ কেউ কয়েক বছর ধরে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে সরব রয়েছেন, আবার কেউ কেউ করোনাকালীনে খুলেছেন।

২০১৮ সালে নিজের জন্মদিনে বেশ আড়ম্বরপূর্ণভাবে এসকে ফিল্মস নামে ইউটিউব চ্যানেল খোলেন শীর্ষনায়ক শাকিব খান। এই চ্যানেল থেকে নিজের কাজের নিয়মিত প্রচারণা চালাবেন বলে খুলেছিলেন তিনি। তিনি তখন বলেন, ‘একদিকে নিজের কাজের প্রচার করতে পারছি, আবার নিজের প্রযোজিত ছবি, ছবির গানগুলো নিজের স্বত্ব হিসেবে চ্যানেলে রাখতে পারছি। পাশাপাশি চ্যানেল থেকে আর্থিক আয়েরও সুযোগ আছে।’ ২০১৬ সালে সংগীতশিল্পী কণা ‘রেশমি চুড়ি’র ভিডিও আপ করার মাধ্যমে তার চ্যানেলটির যাত্রা শুরু করেন। ২০১৫ সালের অক্টোবরের ৩০ তারিখে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ‘মেহজাবিন চৌধুরী’ নামে ইউটিউব চ্যানেল খোলেন। এখন যেটির সাবস্ক্রাইবার প্রায় ৬ লাখ ৭৪ হাজার। আর ভিডিও আপলোড করেছেন ৬৪টি। দেশের বাইরে ভ্রমণের অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করা ও  ইউটিউব থেকে আয়ের সুযোগই এটির উদ্দেশ্য। এ বছর জুলাই মাসে শোবিজ অঙ্গনের প্রিয় মুখ মোশাররফ করিম ‘টিভি গেট’ নামে ইউটিউব চ্যানেল খোলেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী রোবেনা রেজা জুঁই। চ্যানেলে এ পর্যন্ত তাদের দুজনের অভিনীত নাটক ‘উইশ’ এবং সাত পর্বের ‘গিরগিটি’ আপলোড হয়েছে। মোশাররফ বলেন, ‘টিভি গেট চ্যানেলটি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় প্রোডাকশন উপহার দিতেই এই উদ্যোগ।’ গত বছর অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নিজের নামে (অর্চিতা স্পর্শিয়া) চ্যানেল খুলেছিলেন। ইউটিউব চ্যানেলে বেশ কিছু কনটেন্টও আপলোড করেছিলেন। তবে তার সঙ্গে কথা বলে জানা যায়, এটি এখন বন্ধ আছে। ‘চঞ্চল চৌধুরী অফিশিয়াল’ নামে অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেন। ২০১৮ সালের এপ্রিলে তিনি এটি খোলেন। যেখানে তার গাওয়া গানসহ ভিন্ন রকমের কিছু কনটেন্ট রয়েছে। এই ইউটিউব চ্যানেলটি ব্যবসায়িক উদ্দেশে নয়, বরং ভালো কিছু উপহার দেওয়ার জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছেন। শুধু এককভাবে নয়, যৌথভাবেও ইউটিউব চ্যানেল খুলেছেন অভিনেত্রী সাফা কবির ও মুমতাহিনা টয়া। লকডাউনের সময়টাকে কাজে লাগিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানেকশন’ দিয়েই এর শুভ সূচনা করেন। ১ লাখ ৮ হাজার সাবস্ক্রাইবারসমৃদ্ধ এ চ্যানেলে ‘মিম কাস্টোডি’ নামে একটি শোও তিনি নিয়মিত করছেন। অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলও পিছিয়ে নেই এ মাধ্যম থেকে। কয়েক বছর আগেই তিনি নিজস্ব চ্যানেল খুলেছেন। সেখানে তার অভিনয় জীবনের বিভিন্ন ঘটনা এবং ব্যবসায়িক কর্মকান্ডের ভিডিও আপলোড করছেন নিয়মিত। করোনার কারণে সিয়ামের বেশ কিছু ছবি রয়েছে আটকে। শুটিং থেকেও নিয়েছিলেন নিজেকে গুটিয়ে। তাই এ সময়টায় অভিনেতা সিয়াম আহমেদ তার ভক্তদের জন্য উপহার হিসেবে চালু করেন নিজস্ব ইউটিউব চ্যানেল। এ পর্যন্ত যার সাবস্ক্রাইবার প্রায় ১ লাখ ১৩ হাজার। প্রসঙ্গত, সিয়াম-পরী এখন নির্মাতা রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’র শুটিংয়ে সুন্দরবন রয়েছেন। আবৃত্তির ভিডিওটি দিয়ে নিজের ইউটিউব চ্যানেল ‘ডিয়াজ ইবিজ’ খোলেন জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। করোনাকালীনও বেশ কিছু কনটেন্ট আপলোড করেছেন। ইউটিউবে নিজের পরিচালনায় ও অভিনয়ে বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপলোড করেছেন অভিনেতা নিলয় আলমগীর। ‘নিলয় আলমগীর ফিল্মস’ নামের চ্যানেলটির এখন সাবস্ক্রাইবার ৫ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। আরও আগেই ইউটিউব চ্যানেল খুলেছেন এস আই টুটুল ও তানিয়া দম্পতি। তাদের চ্যানেলের নাম ‘হাই ফাইভ এন্টারটেইনমেন্ট’। ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন এমন তালিকায় আরও রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী, চিত্রনায়ক আরেফিন শুভ, ইমরান মাহমুদুল, তাহসান, হাবিব ওয়াহিদ, আইরিন সুলতানা, মাঈনুল আহসান নোবেলসহ অনেকেই। আরও কয়েকজন তারকা ইউটিউব চ্যানেল খোলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে যারা ইউটিউবে নিজেদের নামে বা ভিন্ন নামে চ্যানেল খুলে বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করছেন, তারা বলছেন ভিন্ন কথা। বিষয়টি শুধুই আয়-রোজগার- এটি মানতে নারাজ তারা। তাদের মতে, দর্শকদের সঙ্গে নিজেদের ভালো লাগা কিছু বিষয় শেয়ার করতেই এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন। অভিনয়, নাচ ও গানের পাশাপাশি এখন নিজেদের পছন্দমতো কনটেন্ট দিচ্ছেন তারা। যেটি নির্দিষ্ট গল্পের একটি নাটক বা সিনেমার মাধ্যমে কখনই দেওয়া সম্ভব নয়। এটি নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের আর্কাইভ হিসেবেও কাজ  করছে বলে তাদের মত।

সর্বশেষ খবর