বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ফারুককে

শোবিজ প্রতিবেদক

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ফারুককে

জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক এমপি গুরুতর অসুস্থ। তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ৫ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এ তথ্য জানিয়েছেন তার সহধর্মিণী ফারজানা পাঠান। তিনি জানান, ঈদুল আজহার পর থেকে তিনি প্রচ- জ্বরে ভুগছিলেন। তাই ১৭ আগস্ট তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। দুবার তার করোনা ও ডেঙ্গু টেস্ট করানো হলে নেগেটিভ রেজাল্ট আসে। এরপর জ্বর সেরে গেলে ২৩ আগস্ট হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু দুই দিন পর আবার জ্বর ওঠে। জ্বর কোনোভাবে না কমায় ৩১ আগস্ট তাকে আবারও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক প্রফেসর ডা. এবাদুর রহমান ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. নিকাশ সায়লার তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক জানান, আজ বোর্ড মিটিংয়ে বসবেন। অভিনেতা ফারুকের সঙ্গে কথা হলে তিনি বলেন, জ্বর কোনোভাবেই সারছে না। শরীরটাও খুব দুর্বল হয়ে পড়েছে। আমি শিগগিরই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাচ্ছি। সেখানে প্রায় ৯ বছর ধরে কিডনি চিকিৎসকের ফলোআপে আছি।  সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের কল্যাণে আরও কাজ করে যেতে পারি। উল্লেখ্য, প্রায় ৯ বছর আগে সিঙ্গাপুরে অভিনেতা ফারুকের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল।

 

সর্বশেষ খবর