বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনামুক্ত ফেরদৌস ওয়াহিদ

শোবিজ প্রতিবেদক

করোনামুক্ত ফেরদৌস ওয়াহিদ

খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ করোনামুক্ত হয়েছেন। এরই মধ্যে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ নন। ফেরদৌস ওয়াহিদের সহযোগী মোশাররফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফেরদৌস ওয়াহিদ ভাই এখন করোনামুক্ত। গত ১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। এখনো ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না। শরীর খুব দুর্বল। কারও সঙ্গে তেমন কথাও বলছেন না। বিশ্রামে আছেন। চিকিৎসক বলেছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। মোশাররফ আরও জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি রোগে ভুগছেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। গান করার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।  ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’  প্রভৃতি উল্লেখযোগ্য।

সর্বশেষ খবর