বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অভিনেতা কে এস ফিরোজ আর নেই

শোবিজ প্রতিবেদক

অভিনেতা কে এস ফিরোজ আর নেই

ছোট পর্দার তুখোড় অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন। গতকাল সকাল ৬টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অভিনেতা স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘সিএমএইচে ভর্তি করা হলে চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা বলেন। এরপর ইনজেকশন দিলে অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।’ মেয়ে নাদিয়া ফিরোজ জানান, ‘তার বাবা কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ার ইনজেকশন নিতে তিনি আইসিডিডিআরবিতে যান। সেখান থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন। পরে একটি হাসপাতালে তিনি ভর্তিও হন। সেখানে পরীক্ষার পর জানা যায় বাবা করোনায় আক্রান্ত।’ গতকাল বাদ জোহর বনানী সামরিক কবরস্থানে কে এস ফিরোজের জানাজা হয়। সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে তাকে সশস্ত্র বাহিনী শ্রদ্ধা নিবেদন করে। এরপর সেখানেই সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্থানে তার লাশ সমাধিস্থ করা হয়। বাংলা নাটকের পাশাপাশি সিনেমায়ও তার উপস্থিতি উল্লেখযোগ্য। নাট্যদল ‘থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চনাটকে। তিনি টেলিভিশনে প্রথম অভিনয় করেন ‘দীপ তবুও জ্বলে’ নাটকে। তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম। বরিশালে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। ফিরোজের প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’য়।

 

সর্বশেষ খবর