বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

৭৯ -তে রঙের মানুষ...

শোবিজ প্রতিবেদক

৭৯ -তে রঙের মানুষ...

কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান। সব শ্রেণি-পেশার দর্শকের মাঝে একনামেই তিনি পরিচিত। একাল-সেকাল সবসময়ই রয়েছে তার সমান গ্রহণযোগ্যতা। দীর্ঘ অভিনয় জীবনে নানামুখী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হয়েছেন দর্শকনন্দিত। অভিনয়ের জন্য এক ক্যারিয়ারে পেয়েছেন বহু পুরস্কার। তিনি অভিনয়ের পাশাপাশি একাধারে একজন নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনিকার, সংলাপ রচয়িতা ও গল্পকার। এখনো তিনি আছেন অভিনয়ে। তবে শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে রয়েছেন। আজ শোবিজের জনপ্রিয় এই ব্যক্তিত্বের জন্মদিন। দর্শকের ভালোবাসার কারণেই একজন এ টি এম শামসুজ্জামান হতে পেরেছেন বলে মনে করেন তিনি। এ অভিনেতা বলেন, চলচ্চিত্রে কখনো গ্রাম্য মাতব্বর, কখনোবা দুষ্টু লোক কিংবা গতানুগতিকের বাইরে অন্য ধারার কমেডি চরিত্রে অভিনয় করেছি। যখনই যে চরিত্র নিয়ে হাজির হয়েছি, তাতে দর্শক বেশ সাড়া দিয়েছেন। বাবা চেয়েছিলেন ছেলে যেন আইনজীবী হয়, কিন্তু ছেলের ইচ্ছা ছিল লেখক হতে। কোনোটাই হতে পারেননি। শেষমেশ হলেন অভিনেতা। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা, ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর