মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

না ফেরার দেশে সাদেক বাচ্চু ও মহিউদ্দিন বাহার

শোবিজ প্রতিবেদক

না ফেরার দেশে সাদেক বাচ্চু ও মহিউদ্দিন বাহার

এক দিনেই না ফেরার দেশে চলে গেলেন দুই অভিনেতা। মহিউদ্দিন বাহার ও সাদেক বাচ্চু।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত অভিনেতা মহিউদ্দিন বাহার (৭৩) গতকাল ভোর পাঁচটার দিকে মারা গেছেন। এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। গতকাল ভোরের দিকে দয়াগঞ্জের বাসায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাদআসর নিজ এলাকায় জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে সমাহিত করা হয়।  স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। পরের বছর বাংলাদেশ টেলিভিশনে ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে পদার্পণ করেন। তিনি বেশি জনপ্রিয় হন ইত্যাদির ছোট নাটিকাগুলোতে। মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন। অন্যদিকে অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জ্বরে আক্রান্ত হন সাদেক বাচ্চু। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শনিবার ইউনিভার্সেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ছিলেন। টিএন্ডটি নাইট কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন সাদেক বাচ্চু। কর্মজীবনে তিনি ডাক বিভাগে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিনয় শুরু ১৯৬৩ সালে, খেলাঘরের মাধ্যমে রেডিও দিয়ে। একই সঙ্গে মঞ্চ, টিভি, বেতার, চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

সর্বশেষ খবর