মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ওসিডি আক্রান্তে তারা

শোবিজ প্রতিবেদক

ওসিডি আক্রান্তে তারা

ওসিডি একটি রোগ। বাংলায় এটাকে বলা হয়ে থাকে শুচিবাই। ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক একটি বিশেষ ধরনের চিন্তা বা তাড়নায় আটকে যায়। এ কারণে তিনি একই ধরনের কাজ বারবার করতে থাকেন। কখনো মনে হয় হাতটা ভালো করে ধোয়া হলো না, তখন বারবার হাত ধুতেই থাকেন। বাড়ির কাজের লোক ঘর মোছার পর মনে হবে মোছাটা ভালো হয়নি, তখন ঘরটা বারবার মুছতেই থাকেন। একবার টাকা গোনা হয়ে গেলে মনে হয় যেন ভালো করে গোনা হলো না, তখন বারবার গুনতেই থাকেন। এমনই একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ওসিডি’। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা উপহার দিতে যাচ্ছে নতুন নাটকটি। ‘ওসিডি’র রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা রাজের সহকারী কে এম সোহাগ রানা। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সারিকা সাবা, মনিরা মিঠু ও তাহসিন অপ্সরা। ‘ওসিডি’ নাটকে রয়েছে ‘ইয়ার্কি’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন জনি হক। গানটি গেয়েছেন আয়েশা মৌসুমী ও নূরনবী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর