বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জয়ার প্রতিবাদ

শোবিজ প্রতিবেদক

জয়ার প্রতিবাদ

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। করোনাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। সামাজিক অসঙ্গতি ও বিভিন্ন পজিটিভ বিষয় নিয়ে তিনি নিয়মিত ফেসবুকে লেখেন। বর্তমান আধুনিক সময়েও হরহামেশা পাওয়া যায় নারীদের ওপর নানা অত্যাচারের খবর। সম্প্রতি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা জয়া। যুগ যুগ ধরে সমাজের মেয়েদের ওপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফরমে মুখ খুললেন এই অভিনেত্রী। জয়া বলেন, ‘হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর কিংবা পারিবারিক সহিংসতা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ করেনি কেউ! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। উল্টে সাফাই গেয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই নিয়ে বাইরে কথা হবে কেন? এবার বলার সময় এসেছে, ‘আর না’।’ জয়ার ভাষ্য, সমাজের আনাচে-কানাচে একটাই কথা ধ্বনিত হোক, ‘আর না’। তবেই হিংসা গিয়ে সম্মান ফিরবে নারী জীবনে।’ এই বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত জয়া। এদিকে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’র বাকি অংশের কাজ শেষ করতে প্রস্তুত জয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর