বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বুসানে বাংলাদেশি দুই চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

বুসানে বাংলাদেশি দুই চলচ্চিত্র

বাম থেকে ফজলুর রহমান বাবু ও জাহাঙ্গীর আলম

তারিক আনাম খান ও নিমা রহমানের ছেলে আরিক আনাম খানের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে ২৫তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ছবিটি এর এশিয়ান স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। পাশাপাশি বুসানের উইন্ডো অন এশিয়ান সিনেমায় থাকছে বাংলাদেশের রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনাজলের কাব্য’। উৎসবটি চলবে ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ‘ট্রানজিট’ চলচ্চিত্রটিতে ঢাকা শহরের একজন সাধারণ সংগ্রামী মানুষের গল্প তুলে ধরা হয়েছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। এ ছাড়াও আছেন শারমীন আঁখি, বৈদ্যনাথ সাহা, খায়রুল আলম টিপু, শরিফ হোসেনসহ অনেকেই। ‘নোনাজলের কাব্য’ রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম সিনেমা। চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখা ও সরেজমিন গবেষণা চলে চার বছর ধরে। চিত্রনাট্যের জন্য এ ছবি পেয়েছিল ‘স্পাইক লি রাইটিং গ্রান্ট’। ‘নোনাজলের কাব্য’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি এটি। 

সর্বশেষ খবর