শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চার বিভাগ পরিচালকশূন্য, কাজে যোগ দেননি পপলু

মোস্তফা মতিহার

চার বিভাগ পরিচালকশূন্য, কাজে যোগ দেননি পপলু

শিল্পকলা একাডেমির ছয় বিভাগের মধ্যে চারটিই পরিচালকশূন্য। গত মার্চ থেকে পরিচালক পদ শূন্য হওয়ার পর শূন্য পদে পদায়নের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয় শিল্পকলা একাডেমি। কিন্তু সাত মাস পরও শূন্য পদে এখনো নিয়োগ দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। নাট্যকলা, চারুকলা, সংগীত, নৃত্য ও আবৃত্তি এবং প্রযোজনা বিভাগের প্রতিটিই পরিচালকশূন্য। সরকারের উপ-সচিব সুশান্ত কুমার সরকার প্রশিক্ষণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত। তবে চারুকলার সাবেক পরিচালক আশরাফুল আলম পপলুকে জনপ্রশাসন মন্ত্রণালয় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলেও তিনি এখনো গবেষণা ও প্রকাশনা বিভাগে যোগদান করেননি। এ বিষয়ে জানতে চাওয়া হলে আশরাফুল আলম পপলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি আগে চারুকলার পরিচালক ছিলাম। আমাকে মন্ত্রণালয় পুনর্নিয়োগ দিয়েছে। এর মানে আমার আগের পদেই পদায়ন করা হলো। যেহেতু আমি চারুকলার পরিচালক ছিলাম। মন্ত্রণালয়ের পদায়নের পর শিল্পকলা একাডেমি আমাকে গবেষণা ও প্রকাশনায় পদায়নের জন্য মন্ত্রণালয়কে পুনরায় চিঠি দেয়। আমি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। আর রাজনৈতিক নিয়োগপ্রাপ্তকে নিজের ইচ্ছামতো যেখানে সেখানে নিযুক্ত করার এখতিয়ার একাডেমির মহাপরিচালকের নেই। চারুকলার পরিচালক পদটি এখনো শূন্যই রয়েছে। আমাকে পুনঃনিয়োগ দেওয়ার পরও আমাকে স্বপদের দায়িত্ব না দিয়ে একাডেমি কর্তৃপক্ষ আমার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ বিষয়ে আমি জনপ্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি। আমি চাই একাডেমি কর্তৃপক্ষের বোধোদয় ঘটবে। আমি একজন চিত্রশিল্পী ও সংস্কৃতিকর্মী। আমি চাই পুনঃনিয়োগ অনুসারে আমার সাবেক দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হোক। এ ব্যাপারে একাডেমির মহাপরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে। কিন্তু তিনি কাজে যোগ না দিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলে সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। একাডেমির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ও সংস্কৃতির বৃহৎ স্বার্থ বিবেচনা করে আমি বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকি। একাডেমির মহাপরিচালক হিসেবে সবাইকে আমি দায়িত্ব দিয়ে থাকি। গবেষণা ও প্রকাশনা বিভাগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যেই পপলুকে আমি সেই দায়িত্বটা দিয়েছি।  তিনি কাজে যোগ না দিলে আমি কী করতে পারি।”

সর্বশেষ খবর