শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রবাসে অন্যরকম দিনে সুচন্দা

শোবিজ প্রতিবেদক

প্রবাসে অন্যরকম দিনে সুচন্দা

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দার জন্মদিন আজ। আমেরিকায় তার বিশেষ এই দিনটি সাদামাটাভাবেই পালন করবেন বলে জানান তিনি। সুচন্দার জন্ম সাতক্ষীরায়। বাড়ি যশোরের বিজয়নগরে। ১৯৬৬ সালে সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’য় প্রথম অভিনয় তার। আশির দশক পর্যন্ত দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। আশির দশকে ‘তিনকন্যা’ চলচ্চিত্রটি প্রযোজনা ও নব্বই দশকে ‘সবুজকোট কালো চশমা’, ‘প্রেম প্রীতি’, ‘হাজার বছর ধরে’সহ বেশকটি চলচ্চিত্র পরিচালনা করেন। অভিনয় ও নির্মাণে জাতীয় এবং বাচসাসসহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি। স্বামী চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে মুক্তিযুদ্ধেও অংশ নেন সুচন্দা। গত ফেব্রুয়ারিতে প্রবাসী ভাইয়ের কাছে বেড়াতে আমেরিকা যান তিনি। করোনার মহামারী শুরু হওয়ায় এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি। মুঠোফোনে সুচন্দা জানান, আমার জীবনের বেশির ভাগ জন্মদিনই নানা কারণে বিদেশের মাটিতে কাটাতে হয়েছে। এবারও দেশের বাইরেই আছি। তবে করোনার কারণে এবার জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। তিনি বলেন, যদি পাখি হতাম উড়ে আসতাম দেশে। আদরের নাতি-নাতনিদের সঙ্গে দিনটি কাটাতাম। শিগগিরই দেশে ফিরব। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি। এদিকে এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে তার ভক্তদের দাবি, আগামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে যেন আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

সর্বশেষ খবর