মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল

১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল

আগামী ১৬ অক্টোবর থেকে খুলে যাচ্ছে দেশের সিনেমা হল। গতকাল প্রদর্শক সমিতির কর্মকর্তারা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করে সিনেমা হল খুলে দেওয়ার অনুরোধ জানালে তিনি উপরোক্ত তারিখে সিনেমা হল খুলে দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানান বলে উল্লেখ করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস। তিনি বলেন, তবে মন্ত্রী শর্তসাপেক্ষে সিনেমা হল খোলার উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছেন। শর্তের মধ্যে রয়েছে প্রথমত. স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল চালাতে হবে এবং ১৬ অক্টোবর যদি করোনা পরিস্থিতি বর্তমানে যেভাবে উন্নতির পথে রয়েছে, সংক্রমণ ও মৃত্যুর হার কম আছে তা যদি বজায় থাকে তাহলেই সেদিন থেকে সিনেমা হল খোলা যাবে। প্রদর্শক সমিতির কর্মকর্তারা মন্ত্রীকে অনুরোধ করে বলেন, বর্তমানে স্কুল-কলেজ ছাড়া গণপরিবহন, পর্যটন কেন্দ্র, হোটেল-রেস্তোরাঁসহ অন্যসব কিছুই স্বাস্থ্যবিধি মানার শর্তে শতভাগ খুলে দেওয়া হয়েছে। তাই সিনেমা হলও খুলে দেওয়া যেতে পারে। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বিষয়টি বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার ঘোষণা দেন। অন্যদিকে বৈঠকের আরেকটি সিদ্ধান্ত হলো-বর্তমানে বন্ধ সিনেমা হলগুলো চালু করা এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য একটি তহবিল গঠনে প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে যে প্রস্তাবনা পাঠিয়েছেন তা বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় এখন যথাযথ উদ্যোগ নেবে। সুদীপ দাস বলেন, প্রদর্শক সমিতির পক্ষ থেকে তিনটি প্রস্তাব নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে গতকাল আলাপ হয়েছে। প্রস্তাবগুলো হলো- দেশের বড় সিনেমা হলগুলো সিনেপ্লেক্সে রূপান্তর করা, মাঝারি আকারের সিনেমা হলগুলো ডিজিটালাইজড করা এবং নতুন যারা সিনেপ্লেক্স করতে চায় তাদের এ ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করা। তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক শরীফুদ্দিন এলাহি সম্রাট, তথ্যসচিব বেগম কামরুননাহার ও তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ খবর