মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ নির্মাতার ‘বাঘ বন্দি সিংহ বন্দি’

শোবিজ প্রতিবেদক

পাঁচ নির্মাতার ‘বাঘ বন্দি সিংহ বন্দি’

মহামারী কভিড-১৯ সংক্রমণের এই সময় জনসাধারণের ভিন্নমাত্রার অভিজ্ঞতার আলোকে নির্মিত পাঁচ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ নিয়ে আসছে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফরম বিনজ। করোনাকালীন পুরো বিশ্বের মতো বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, জীবিকা, সামাজিক অবস্থান, শারীরিক ও মানসিক বিপর্যয়ের নতুন অভিজ্ঞতাগুলোই পাঁচটি ভিন্নধর্মী গল্পের মাধ্যমে এই সিরিজে তুলে ধরা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় পাঁচজন চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যরে এই গল্পগুলো লিখেছেন। তারাই নিজেদের লেখা গল্পের চিত্রনাট্য রচনা ও শর্টফিল্মগুলো পরিচালনা করেছেন। এই সময়ের অভিজ্ঞ শিল্পীরা শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন। আগামী ১ অক্টোবর থেকে বিনজের প্ল্যাটফরমে এই সিরিজটি দেখতে পাবেন দর্শকরা। বিনজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গল্পগুলোর মধ্যে রয়েছে অমিতাভ রেজার ‘এসো বসে একসাথে খাই’, অনিমেষ আইচের ‘মুখ আসমান’, গিয়াস উদ্দিন সেলিমের ‘যাত্রী’, নুরুল আলম আতিকের ‘নিষিদ্ধ বাসর’ ও আবু শাহেদ ইমনের ‘আড়াই মণ স্বপ্ন’। প্রতিটি শর্টফিল্ম নির্মাণের সময় সামাজিক দূরত্বের নির্দেশিকা অনুসরণ করা হয়েছে।

সর্বশেষ খবর