শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চলচ্চিত্রে ফিরলেন তিশা

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রে ফিরলেন তিশা

প্রায় এক বছর পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে এবার অভিনয় করবেন তিনি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানেই নামভূমিকায় অভিনয় করবেন তিশা। বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। বৃহস্পতিবার বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস উপলক্ষে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।  সেখানেই পরিচালক প্রদীপ ঘোষ অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে  দেন। তিশা জানান, দেড় মাস আগে প্রীতিলতা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি। এমন একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলতে খুব একটা সময়  নেননি এই অভিনেত্রী। এরপর চিত্রনাট্য পড়তে সময় নেন পরিচালকের কাছ থেকে। চিত্রনাট্য পড়ে আরও বেশি মুগ্ধ হয়ে যান। তিশা বলেন, ‘কিছু কিছু চরিত্র থাকে, যেগুলো অভিনয়শিল্পীর জন্য ভীষণ আগ্রহের। এমন চরিত্রের প্রস্তাব পেলে যে কেউ  চোখ বন্ধ করে ‘হ্যাঁ’ বলে  দেবেন, প্রীতিলতা তেমনি একটি চরিত্র। এ ধরনের চরিত্রে কাজের সুযোগ জীবনে একবারই আসে। এখন চেষ্টা করব, চরিত্রটি হয়ে উঠতে সবরকমের প্রস্তুতি নিতে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর