রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কবি নজরুল স্মরণে পিতা-পুত্র

শোবিজ প্রতিবেদক

কবি নজরুল স্মরণে পিতা-পুত্র

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীত ও নজরুল সংগীতশিল্পী, প্রশিক্ষক ওস্তাদ ইয়াকুব আলী খানের কণ্ঠে প্রকাশিত হলো স্বল্পশ্রুত নজরুল সংগীত ‘আমারে ভুলেছো বলে’। গেল ২৯ আগস্ট ছিল কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। সেই সময়েই মূলত এই গানটি প্রকাশ করার প্রবল ইচ্ছা ছিল ওস্তাদ ইয়াকুব আলী খানের সুযোগ্য উত্তরসূরি এই প্রজন্মের নন্দিত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খানের। কিন্তু করোনার কারণে নানা ধরনের জটিলতা পেরিয়ে নির্ধারিত সময়ে গানটি প্রকাশের তেমন সুযোগ থাকেনি। তাই কিছুটা দেরি করে হলেও অবশেষে ইউসুফের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গতকাল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গানটি প্রকাশিত হলো। ইউসুফ আহমেদের সংগীত পরিচালনায় গানটির সংগীতায়োজন করেছে স্বল্পশ্রুত নজরুল সংগীত।

সর্বশেষ খবর