সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জানে আলমের ‘জনতার শেখ হাসিনা’

শোবিজ প্রতিবেদক

জানে আলমের ‘জনতার শেখ হাসিনা’

দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জানে আলম। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একইভাবে তারুণ্যের গতিতে গান করে চলেছেন তিনি। স্টেজ, টিভি লাইভ, অ্যালবাম- প্রত্যেকটি জায়গায়ই নিজের সরব উপস্থিতির মাধ্যমে শ্রোতাদের মন ভরিয়ে তুলছেন।  দেশ-বিদেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। দেশের সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরছেন নিজের কণ্ঠের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন নিয়ে নতুন একটি অ্যালবাম প্রকাশ করেছেন এই গুণী শিল্পী। নাম ‘জনতার শেখ হাসিনা’। ২৫টি গান তিনটি সিডি দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। অ্যালবামটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রায় সব গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জানে আলম। এরই মধ্যে ১২টি গানের মিউজিক ভিডিও  তৈরি হয়েছে। কিছু গান এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আস্তে আস্তে বাকি গানগুলোরও মিউজিক ভিডিও তৈরি হবে বলে জানান তিনি। জানে আলম বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। এখানে প্রতিটি গানে প্রকাশ পেয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নের কথা। তিনি বাংলাদেশকে যে নিজের স্বপ্ন দিয়ে নিপুণ হাতে সাজানোর চেষ্টা করেছেন, তা এই গানগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।’

 

 

সর্বশেষ খবর