মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আঁখি গাইলেন ‘শেষ করো না’

শোবিজ প্রতিবেদক

আঁখি গাইলেন ‘শেষ করো না’

করোনার পুরো সময়টা ঘরেই কাটাচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তবে মঝে মধ্যে নতুন নতুন গান নিজের ইউটিউব চ্যানেলে দিতে ভুলেন না এই শিল্পী। তারই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ করছেন তিনি। এই গানটির সঙ্গে রয়েছে দুজন প্রয়াত বিশেষ মানুষের ছায়া। একজন আলাউদ্দীন আলী, অন্যজন জাফর ইকবাল। আঁখি গাইলেন ‘শেষ করো না’ নামের প্রায় ৪০ বছরের পুরনো একটি গান। মনিরুজ্জামান মনিরের লেখা বাংলাদেশ টেলিভিশনের জন্য আশির দশকে গানটি তৈরি করেছিলেন সদ্য প্রয়াত সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। আর তাতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি রুনা লায়লা ও অকাল প্রয়াত নায়ক-গায়ক জাফর ইকবাল।   বেশ জনপ্রিয় সেই গানটি এবার একাই কণ্ঠে তুলেছেন আঁখি আলমগীর। জে কে মজলিশের নতুন সংগীতায়োজনে এটি তৈরি হলো। আর ভিডিও তৈরি করেছেন হাবিব। আঁখি বলেন, ‘ছোটবেলা থেকে কেন জানি এই গানটি আমার অসম্ভব পছন্দের। এর কথা-সুর সত্যিই অসাধারণ। গানটি আমি গেয়েছি আলী চাচার অনুমতি নিয়ে তিনি বেঁচে থাকতেই। রেকর্ডিং করেছি লকডাউনের কয়েক দিন আগে। এরপর থেকে তো ঘরবন্দী। এরমধ্যে আলী চাচাও চলে গেলেন। আফসোস, তাকে গানটি শোনাতে পারলাম না।’ সেই আক্ষেপ থেকে নতুন ভার্সনের গানটি উৎসর্গ করা হয়েছে আলাউদ্দীন আলীকে। গানটির শুরুতে শুভেচ্ছাবার্তা রয়েছে আলীকন্যা কণ্ঠশিল্পী আলিফেরও। গানটি অফিশিয়ালি আলাউদ্দীন আলীকে উৎসর্গ করা হলেও এটি জাফর ইকবালের জন্মদিনের উপহারও বটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর