বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গুরু-শিষ্যের ভূমিকায় অপূর্ব-মেহজাবিন

শোবিজ প্রতিবেদক

গুরু-শিষ্যের ভূমিকায় অপূর্ব-মেহজাবিন

অপূর্বর গল্প ভাবনা থেকে ‘মধুর ঝরহম’ শিরোনামের নাটকে তার শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। নাটকটি রচনা করেছেন নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম। এতে গানের গুরুজি অপূর্ব এবং তারই শিষ্য মধু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। অপূর্ব বলেন, মূলত এটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। দুজন সংগীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার চেষ্টা হয়েছে এই নাটকে। তবে এটা সত্যি, গানের প্রতি প্রবল শ্রদ্ধা-ভালোবাসা রেখেই গান শেখাকে কেন্দ্র করে এই নাটকের গল্প এগিয়েছে। নির্মাতাকে আমার গল্প ভাবনা বলে দেওয়ার পর চমৎকারভাবেই নাটকটি রচনা করেছেন। আমি এবং মেহজাবিন চেষ্টা করেছি গল্প অনুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। মেহজাবিন চৌধুরী বলেন, নাটকটির সংলাপ আমার কাছে ভালো লেগেছে। গল্প ভাবনাও ভালো।  ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দুজনকে দেখতে পাবেন দর্শক।

সর্বশেষ খবর