শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মৌসুমীর প্রশ্ন...

আলাউদ্দীন মাজিদ

মৌসুমীর প্রশ্ন...

চলচ্চিত্রের সুদিন কি আসলেই ফিরছে? এমন প্রশ্ন চলচ্চিত্রকার আরিফা পারভিন জামান মৌসুমীর। তার এমন প্রশ্নের কারণ জানতে চাইলে তিনি বলেন, সিনেমা হল আর চলচ্চিত্র নির্মাণ কমেছে তা তো অনেকদিন হলো। এখন সরকার সিনেমা হল সংস্কারের জন্য ঋণ দিতে যাচ্ছে বলে জেনেছি। আমার কথা হলো- শুধু ঋণ দিলে তো হবে না, কাজটি যথার্থ হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। তাই এর জন্য সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়ন ও তদারকির ব্যবস্থা করতে হবে। কারণ অতীতে এফডিসির উন্নয়নে সরকারের দেওয়া অর্থ কতটুকু কাজে লেগেছে তা সবাই জানে। নয় ছয় করতে গিয়ে কাজের কাজ কিছুই হয়নি। এফডিসির উন্নয়ন হয়নি, হয়েছে অর্থের অপচয়, আর সময়মতো কাজ শেষ করতে না পারায় বরাদ্দকৃত অর্থের একটি অংশ ফেরত গেছে সরকারের কাছে। আর চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের কথা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই অনুদানের টাকায় এখন পর্যন্ত কয়টি ছবি নির্মাণ হয়েছে তাও সবাই ভালো করেই জানে। যেগুলো নির্মাণ হয়েছে সেগুলোর মধ্যে বেশির ভাগ ছবির মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমি বলব অনুদান বন্ধ  করে তার পরিবর্তে চলচ্চিত্র নির্মাণে শর্তসাপেক্ষে স্বল্প সুদে ঋণ দিলে চলচ্চিত্র নির্মাণে গতি ফিরবে। চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে মৌসুমীর সাফ জবাব, সমিতি হলো শিল্পীদের স্বার্থ সংরক্ষণের সংগঠন। সমিতি দিয়ে তো আর চলচ্চিত্র নির্মাণ হয় না। আগে কাজের ব্যবস্থা করতে হবে। কাজের ব্যবস্থা করতে  পারলেই সমিতির সদস্যরা ভালো থাকবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর