শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গীতিকবিতাই নারী স্বাধীনতার শক্তি অধরার

শোবিজ প্রতিবেদক

গীতিকবিতাই নারী স্বাধীনতার শক্তি অধরার

অধরা জাহান। এই প্রজন্মের অভিনেত্রী, উপস্থাপিকা। তবে এই দুটো পরিচয়কে ছাপিয়ে একজন গীতিকার হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। আমাদের দেশে শিল্পীদের কণ্ঠে পুরুষ গীতিকারদের গানই সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে, আলোচিত হয়েছে। কিন্তু এই সময়ে এসে নারী গীতিকারদের মধ্যে অধরা জাহান তার সৃষ্ট গীতিকবিতা দিয়ে কিছুটা হলেও নিজেকে আলাদা করে নান্দনিকভাবেই এসেছেন আলোচনায়। এরই মধ্যে বিটিভির ‘ছায়াছন্দ’, ‘গান চিরদিন’, ‘বাংলা স্টুডিও’, ‘গুঞ্জন’, ‘সুপ্রভাত বাংলাদেশ’, দীপ্ত টিভির ‘গল্প স্বল্প আর গান’, ‘এশিয়ান মিউজিক’, চ্যানেল আইয়ের ‘একের ভেতর পাঁচ’- এসব অনুষ্ঠান নতুন করে প্রাণ পায় অধরার উপস্থাপনায়। অভিনয়ে অধরার যাত্রা শুরু ‘ভালোবাসা মন্দবাসা’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে ২০০৬ সালে। অধরা জাহান বলেন, ‘সংগীত আমার কাছে শতজনমের আরাধনার। একজন প্রেমিক যেমন তার প্রেমিকাকে পাওয়ার আশায় ব্যাকুল থাকে নিজেকে ভুলে,  আমারও যেন তাই হয় একটি সুন্দর গীতিকবিতা নিজের ভিতর থেকে প্রকাশ করতে।’

 

সর্বশেষ খবর