রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জে ‘ইত্যাদি’

শোবিজ প্রতিবেদক

সুনামগঞ্জে ‘ইত্যাদি’

প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্ত ঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ২০১৮ সালে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সুনামগঞ্জের দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। সুনামগঞ্জের লোক সাধক দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ আবদুল করিমের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। জার্মানি প্রবাসী শৌখিন দূরপাল্লার দৌড়বিদ শিব শংকর পালের ওপর রয়েছে একটি প্রতিবেদন। মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে তিন বিদেশি নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের ওপর রয়েছে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার কৃষি ব্যবস্থা ও সেখানে কৃষিকাজ করে সফলতা লাভ করেছে এমন একজন বাংলাদেশির ওপর তথ্যবহুল প্রতিবেদন। সুনামগঞ্জের চারজন মরমি সাধকের লেখা চারটি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন এই সিলেটেরই সন্তান শিল্পী শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহশিল্পীবৃন্দ। এ ছাড়াও সুনামগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদীর সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন টেকেরঘাটেরই স্থানীয় নৃত্যশিল্পীরা। কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও আনিকা। নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে আছে নিয়মিত পর্ব।  ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকস্রে সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর