সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পূজার নাটকে ‘বিজয়া’ চরিত্রে তিশা

শোবিজ প্রতিবেদক

পূজার নাটকে ‘বিজয়া’ চরিত্রে তিশা

রাজধানীর ৩০০ ফিটের ডাক্তারবাড়ি। এ বাড়িতে  দুই দিন ধরে চলছে একটি নাটকের শুটিং। নাটকের নাম ‘বিজয়া’। নির্মাণ করছেন দর্শকনন্দিত নির্মাতা আবু হায়াত মাহমুদ। লিখেছেন শোয়েব চৌধুরী। নির্মাতা-ক্যামেরাম্যান, লাইটম্যানসহ শুটিং ইউনিট প্রস্তুত বিশেষ কিছু দৃশ্য নেওয়ার জন্য। লাল-সাদা শাড়ি, হাতে শাঁখা কপালে সিঁদুর আর হাতে পুজোর সরঞ্জাম সাজিয়ে প্রস্তুত অভিনেত্রী তিশা। অ্যাকশন বলার পর এক শটেই ওকে! পরের দৃশ্য তিশার। টিনের ঘর, পুজো দিচ্ছেন। একটি দৃশ্য নেওয়া হবে। তিশার বিয়ের। নকশা করা গোলাপি-জলপাই শাড়ি আর নাকে নথ-গলায় গহনা পরে প্রস্তুত তিশা। এভাবেই দৃশ্যগুলো একের পর এক টেক করছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এ নাটকে বিজয়া তিশার বিপরীতে রাশেদ চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ। রাশেদের সঙ্গে সম্পর্ক, সেটা মেনে না নেওয়া এবং পরবর্তীতে বিজয়ার বয়সের চেয়েও ২০ বছরের বেশি মদ্যপ হরিদাসের সঙ্গে বিয়ে এক অন্য গল্পের জন্ম দেয়। প্রভাবশালী হরিদাসের নিষ্ঠুর আচরণে বিজয়া ভেঙে পড়লেও একসময় জীবনকে সহজভাবে মেনে নেয়। একসময় ভালোবাসার মানুষকে দেখতে পায় বিবাহিতরূপে। তবে সময় এখন অনেক হয়েছে। বিজয়াকে নিজের করে না পেলেও রাশেদ তাকে নতুনভাবে বাঁচতে শেখাতে সাহায্য করে। নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি বাংলাভিশনের জন্য নির্মিত হচ্ছে।

সর্বশেষ খবর