মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অনুদানের সিনেমায় গাইলেন আঁখি আলমগীর

শোবিজ প্রতিবেদক

অনুদানের সিনেমায় গাইলেন আঁখি আলমগীর

করোনার কারণে স্টেজ শো, গান রেকর্ডিং থেকে বিরত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তবে এখন যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা শিথিল, তাই কয়েকদিন আগে তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। ফিরেছেন গান রেকর্ডিংয়েও। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ সিনেমার একটি গানে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। আমেরিকায় বসে গানটির সুর সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা। ৪ অক্টোবর গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘এটি একটি রোমান্টিক গান। গানটির কথা যেমন চমৎকার লিখেছেন দীপ, ঠিক তেমনি দারুণ সুর এবং সংগীতায়োজন ছিল ইমন সাহার। আমার মনে গেঁথে আছে কথা সুর। আমি মনের মাধুরী মিশিয়ে গানটি গেয়েছি। সত্যিই আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’ আঁখি আলমগীর জানান এই গানে তার সহশিল্পী হিসেবে আছেন ইমরান। আমেরিকা থেকে মুঠোফোনে ইমন সাহা বলেন, ‘এর আগেও আঁখি আলমগীর আমার সুর সংগীত সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সবসময়ই তাকে একটু অন্যরকম গান পেয়েছি। একটি সিনেমার গল্পে সেই ধারা থেকে একটু বেরিয়ে এসেছেন। এই গানটিও একেবারেই অন্যরকম মেলোডিয়াস একটি গান। যে গানে শ্রোতা-দর্শকরা নতুন একজন আঁখি আলমগীরকে পাবেন।’ আঁখি আলমগীর প্রথম প্লে-ব্যাক করেন ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘বিদ্রোহী বধূ’ সিনেমায়। গানে তার সহশিল্পী ছিলেন সাগর জাহান। গানের কথা ছিল দেলোয়ার জাহান ঝন্টুর এবং সংগীত পরিচালনা করেছিলেন আনোয়ার জাহান নান্টু।

 

সর্বশেষ খবর