শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফেরার অপেক্ষায় ফারুক

শোবিজ প্রতিবেদক

ফেরার অপেক্ষায় ফারুক

‘আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ আর ভালো আছি, সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া জানাই। একই সঙ্গে আমার দেশের প্রিয় মানুষ, যাদের দোয়ায় সেরে উঠছি তাদের পা স্পর্শ করে কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের দোয়া না পেলে আমি হয়তো সুস্থ হতে পারতাম না’। এভাবেই নিজের ভালো থাকার কথা সুদূর সিঙ্গাপুর থেকে মুঠোফোনে জানালেন বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক এমপি। ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার রক্তে টিবি সংক্রমণ ধরা পড়ে। জানা গেছে, এই টিবি প্রচলিত ফুসফুসের টিবি বা যক্ষ্মা নয়। এ ধরনের টিবির ভাইরাস নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে তা রক্তে মিশে যায়। এরপর রক্তে সংক্রমণ ঘটায়। একপর্যায়ে তা ফুসফুসে পৌঁছলে তখন রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। এই ভাইরাস ফুসফুসে যাওয়ার আগেই তা অপসারণ করা সম্ভব হয়েছে বলেই তিনি শঙ্কামুক্ত হয়েছেন। জানা গেছে, এ ধরনের ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখে এক বা দুজন।  গত সপ্তাহে হাসপাতাল থেকে ডিসচার্জের পর তিনি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে সিঙ্গাপুরের একটি হোটেলে অবস্থান করছেন। দুই সপ্তাহ পর দেশে ফিরবেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর