শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

৬৬ বসন্তেও আবেদনময়ী রেখা

শোবিজ ডেস্ক

৬৬ বসন্তেও আবেদনময়ী রেখা

বর্ণিল জীবনের ৬৬ বসন্তেও চিরসবুজ আর আবেদনময়ী রেখা। বলিউডের ডিভাখ্যাত অভিনেত্রী রেখার আজ জন্মদিন। ৫২ বছরের রুপালি পর্দা জীবনে এতটুকু দাঁড়ি-কমা পড়েনি তার। ১৯৫৪ সালের ১০ অক্টোবর ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণকারী  অভিনেত্রী রেখার পারিবারিক নাম ভানুরেখা গণেশন। ১৯৬৬ সালে ‘রাঙ্গোলা রত্নাম’ নামে একটি তেলেগু ছবির মাধ্যমে মাত্র ১১ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু। ১৯৬৯ সালে ‘আনজানা সফর’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক ঘটে রেখার। ১৯৭০ সালে নায়িকা হিসেবে প্রথম মুক্তি পায় তার ‘শাওন ভাদে’ ছবিটি। কান্নাড়া ফিল্ম অপারেশন ‘জ্যাকপট নাল্লি সিআইডি-৯৯৯’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় শৈশবেই স্কুল ত্যাগ করেন এবং চলচ্চিত্রে আসেন তিনি। ‘ম্যান-ইটার’, ‘নিম্ফোম্যানিয়াক’, ‘সেক্স কিটেন’সহ আরও কত শত নেতিবাচক নামে তাকে আখ্যায়িত করা হতো। তার বর্ণাঢ্য জীবন নিয়ে প্রকাশিত হয়েছে জীবনীগ্রন্থ ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’। দক্ষ অভিনয়, মনকাড়া সৌন্দর্য, আকর্ষণীয় ফিগার আর চির আবেদনময়ী আমেজ নিজের মধ্যে ধরে রাখতে পারার কারণে বলিউডের একমাত্র ‘ডিভা’ উপাধি লাভ করেন তিনি। প্রায় ৫২ বছরের ক্যারিয়ারে ১৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ১৯৮২ সালে ‘উমরাও জান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জেতেন। এ ছাড়া পদ্মশ্রী পদকেও ভূষিত হন তিনি। উমরাও জান, মুকাদ্দার কা সিকান্দর, সিলসিলা, খুবসুরত, উৎসব, মুঝে ইনসাফ চাহিয়ে, মি. নটবরলাল, গজব, খুন ভরি মাঙ, ফুল বানে অঙ্গারে, খুশবু, একই ভুল, জুদাই, মাঙ ভারি সাজনা, সোহাগ, দো আনজানে, আলাপ, ঈমান ধরম, রাম বলরাম, উৎসব রেখা অভিনীত উল্লেখযোগ্য ছবি।

 

সর্বশেষ খবর