সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এ বছর হচ্ছে না ‘ফোক ফেস্ট’

শোবিজ প্রতিবেদক

আগে থেকেই সবকিছু ঠিকঠাক ছিল। প্রয়োজন অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু চলমান মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের চলতি বছরের আসর।  বিষয়টি নিশ্চিত করেছেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু করোনার কারণে ঝুঁকি রয়েছে। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে ‘ফোক ফেস্ট’ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।  ২০১৫ সাল থেকে  ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে।

 

সর্বশেষ খবর