মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রশংসিত মম

শোবিজ প্রতিবেদক

প্রশংসিত মম

ভিন্ন ধরনের গল্পের প্রতি মমর সব সময় প্রবল আগ্রহ। ঠিক তেমনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীলু’। বর্তমান নারী সামাজিক প্রেক্ষাপটে ‘নারীর আত্মরক্ষার প্রশিক্ষণ অতিজরুরি’ এই বিষয়টিকে উপজীব্য করেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান মম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মম। ‘নীলু’ চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশের পর থেকেই এতে নীলু চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মম। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘দায় যখন পোশাকের তখন নীলুই প্রতিরোধ আত্মরক্ষার। চলচ্চিত্রটি অবমুক্ত হওয়ার পর থেকে অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। ভিকি জাহেদের সঙ্গে এটি ছিল আমার প্রথম কাজ। আসলে কাজ ভালো হওয়ার অনেক কিছুই নির্ভর করে শিল্পী এবং পরিচালকের মধ্যে টিমওয়ার্কের ওপর। তাই নীলুর পুরো কৃতিত্ব নীলুর পুরো টিমের। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা পুরো টিমের প্রতি। আর যারা নীলু দেখে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও ভালো ভালো কাজ করার জন্য মনে অনেক সাহস জোগায়।’ মম এরই মধ্যে সাগর জাহানের নির্দেশনায় শেষ করেছেন ‘মন দরজা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন মোশাররফ করিম। মম তার প্রথম সিনেমায় অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেই তিনি প্রথম পুরস্কার পান।  পরে দেশের প্রথিতযশা বিভিন্ন সংগঠন থেকেও তিনি এই পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে শিহাবী শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ এবং অরুণ চৌধুরীর ‘আলতাবানু’ রায়হান রাফির ‘দহন’ সিনেমায় সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেও আলোচনায় আসেন মম। সর্বশেষ গত ঈদে তিনি ‘মুনিরা মঞ্জিল’, ‘বক্কর এখন ব্যাংকার’, ‘ঈদের ডায়েট’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন মম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর