বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আদালতে শাহরুখ আমির, সালমান ও অজয়রা

শোবিজ ডেস্ক

সুশান্তকান্ডে মানহানি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ, আমির, সালমান ও অজয়সহ ৩৪ জন প্রযোজক ও কয়েকটি সংগঠন। সংবাদ মাধ্যমের ‘দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং’-এর অভিযোগ এনে দিল্লি আদালতে মামলা করেছেন তারা। রিপাবলিক টিভি, টাইমস নাউ এবং এই দুই চ্যানেলের চার কর্মী- অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমারের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে এই মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চ্যানেলগুলোতে বলিউডের বিরুদ্ধে ব্যবহার করা- ‘নোংরা’, ‘দূষিত’, ‘মাদকাসক্ত’- এ ধরনের শব্দ ব্যবহারে আপত্তি জানানো হয়েছে। সালমান খান, আমির খান, শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, অজয় দেবগনের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা মিলে এই আবেদন জানায়।

 

সর্বশেষ খবর