বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সুচন্দার অনুভূতি

শোবিজ প্রতিবেদক

সুচন্দার অনুভূতি

‘মাতৃভূমির মতো প্রিয় স্থান আর কিছু নেই। নিজ দেশের আলো-বাতাস মনকে যেভাবে আলোড়িত করে তা অন্য কোনো দেশের পক্ষে সম্ভব নয়। দীর্ঘ প্রায় আট মাস দেশের বাইরে থেকে নতুন করে আবার এই উপলব্ধিটা হলো’, বললেন জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন তিনি। প্রতি বছরের শেষ বা শুরুর দিকে তিনি আমেরিকা ও কানাডা পাড়ি দেন। তার কথায় এই ভ্রমণের কারণ হলো ওই সময়টাতে সেখানে তুষারপাত হয়। এটি দেখতে খুব ভালো লাগে, বর্ণিল নানা ফুল ফোটে, নয়ন জুড়িয়ে যায়, মন ভরে যায়। তাছাড়া ওই দুই দেশেই ভাইয়েরা থাকেন। তাদের সঙ্গে ঘুরে বেড়িয়ে মজা করে সময়টা কাটান। মাস দুই-তিনেক থেকে দেশে ফেরেন। এবার গিয়ে করোনার কারণে দীর্ঘ আট মাস আটকা পড়ে গেছেন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার। কবে, কীভাবে ফিরবেন সেই চিন্তায় অস্থির ছিলেন। মনে হচ্ছিল যেন পাখি হলে উড়ে আসতেন। তার মতে, নিজের দেশের মতো এত নিরাপদ আর আপন অন্য কোনো দেশ হতে পারে না। শেষ পর্যন্ত গত সপ্তাহে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি।  বললেন, দেশে ফিরে এখন অনেক ভালো আছি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর