শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মঞ্চায়ন প্রস্তুতিতে ব্যস্ত মহড়া কক্ষ

মোস্তফা মতিহার

মঞ্চায়ন প্রস্তুতিতে ব্যস্ত মহড়া কক্ষ

বৈশ্বিক দুর্যোগ করোনার আক্রমণ শেষ না হলেও জনজীবন স্তব্ধ করা লকডাউন উঠে গেছে। আর লকডাউন উঠে যাওয়ায় অন্য সবকিছুর মতো স্থবির সাংস্কৃতিক অঙ্গনেও ফিরে এসেছে স্বাভাবিকতা। জীবনের গতি ও অর্থনীতির চাকা সচল করে দিলেও আক্রান্ত আর মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। আর এই প্রতিকূলতার মধ্যে করোনার ধকল কাটিয়ে ও ভাইরাসের রক্তচক্ষু উপেক্ষা করে আবারও সরব হচ্ছে নাট্যাঙ্গন। নতুন নতুন প্রযোজনার প্রস্তুতিও নিচ্ছেন বিভিন্ন নাট্যদলের নাট্যকার, নির্দেশক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। নতুন করে মঞ্চে আলো জ্বলবে আর সংলাপে মুখরিত হবে মঞ্চের প্রতিটি কোনা। দর্শকদের হাততালি ও অভিনন্দনে সিক্ত হবেন শিল্পীরা- এমন প্রতীক্ষার প্রহর খুব শিগগিরই ঘটতে যাচ্ছে বলে জানালেন বিভিন্ন নাট্যদলের কর্মীরা।

দীর্ঘ পাঁচ মাস পর ২৮ আগস্ট মোমেনা চৌধুরীর মুক্তিযুদ্ধভিত্তিক একক নাটক ‘লালজমিন’-এর মঞ্চায়নের মধ্য দিয়ে স্থবির নাট্যাঙ্গনে প্রাণের সঞ্চার ঘটে। আর কভিডের এই চরম দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে নাটকের মঞ্চে আলো জ¦ালাতে সাহস নিয়ে এগিয়ে এসেছেন বলে নাট্যাঙ্গনের মানুষের অভিনন্দনে সিক্ত হয়েছেন মোমেনা চৌধুরী। আর ‘লালজমিন’ নাটকটির মধ্য দিয়ে নাট্যাঙ্গন সরব হয়ে ওঠাতে নাট্যকর্মীদের মাঝেও জ্বলে ওঠে আশার আলো। এরই ধারাবাহিকতায় নতুন নাটক মঞ্চে আনছে বেশ কয়েকটি নাটকের দল। মঞ্চায়নের পূর্ব প্রস্তুতি হিসেবে মহড়া কক্ষগুলোতে এখন চলছে শেষ মুুহূর্তের প্রস্তুতি। যার কারণে শান্তিনগর, মগবাজার, পল্টন ও ফরিদাবাদসহ রাজধানীর বিভিন্ন স্থানের মহড়া কক্ষগুলো এখন শিল্পীদের পদচারণায় মুখরিত। সংলাপ আর শব্দের মিশেলে মহড়া কক্ষ থেকে ভেসে আসছে নান্দনিক সৌন্দর্য। নির্দেশক ও শিল্পীরাও দর্শকদের নতুন প্রযোজনা উপহার দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। বিকাল থেকে রাত অবধি মহড়া কক্ষগুলো তাই শিল্পের আলোয় আলোকিত হয়ে উঠেছে। বড় দলগুলোর পাশাপাশি মাঝারি ও ছোট দলগুলোও মহড়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে শীর্ষস্থানীয় নাট্যদল প্রাঙ্গণেমোর শিগগিরই দুটি নতুন নাটক মঞ্চে আনছে। নাটক দুটি হলো ‘পতাকা পাগল’ ও ‘মৃতের আত্মহত্যা’। অনন্ত হীরার রচনায় ‘পতাকা পাগল’-এর নির্দেশনায় রয়েছেন নুনা আফরোজ আর ‘মৃতের আত্মহত্যা’ নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা। দলটি বর্তমানে তাদের মগবাজারের মহড়া কক্ষে ব্যস্ত সময় পার করছে। নাটক দুটিতে দর্শকরা নতুনত্ব পাবে বলে মনে করেন নির্দেশক ও নাট্যকার অনন্ত হীরা। খুব শিগগিরই প্রযোজনাগুলো দর্শকদের সামনে আনা হবে বলেও জানান তিনি। নাটকের দল বটতলা মঞ্চে আনছে তাদের নিজস্ব প্রযোজনার নতুন একক নাটক ‘সোহোতে মাস্ক’। মঞ্চায়ন প্রস্তুতিতে তারা নিয়মিত রিহার্সেল করছেন বলে জানান নাটকটির একক অভিনেতা পঙ্কজ মজুমদার। অনুরাগ থিয়েটার মঞ্চে আনছে দলটির নিয়মিত প্রযোজনার নতুন নাটক ‘অবজেকশন ওভাররুলড’। মাহবুব আলম রচিত ও নির্দেশিত এই নাটকটি বর্তমানে তাদের ফরিদাবাদের মহড়া কক্ষে প্রস্তুতির অনুশীলনে ব্যস্ত রয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শামছি সায়কা (পদাতিক), মেহমুদ লেনিন (থিয়েটার আর্ট ইউনিট), মীর মিজানুর রহমান, নিজাম নূর, সাহাদাত হোসেন সাঈদ, জোৎ¯œা আক্তার, জাহিদ হাসান আশিক প্রমুখ। নৈবেদ্য থিয়েটার মঞ্চে আনছে দলটির পঞ্চম প্রযোজনার নতুন নাটক ‘প্রত্যাবৃতা’। নাটকটিতে একটি মেয়ের মনের ভাব, অভিব্যক্তি ও ভালোবাসার মানুষের কাছে ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। বিদেশি নাট্যকার আন্তন চেখভের দুটি গল্প অবলম্বনে এটির নাট্যরূপ ও রূপান্তর করেছেন বিবি কানিজ, ডিজাইন, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন রাজীব রেজা। নিয়মিত নাটক প্রযোজনায় অন্য দলের চেয়ে এগিয়ে থাকা নাটকের সংস্কার নাট্যদল মঞ্চায়ন করতে যাচ্ছে তাদের প্রযোজিত দর্শকনন্দিত নাটক ‘গীতিচন্দ্রাবতী’। নয়নচাঁদ ঘোষ রচিত এই নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ইউসুফ হাসান অর্ক। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- মনামী ইসলাম কনক, বাপ্পী সাইফ, ফাতেমা তুজ জোহরা ইভা, আশিকুর রহমান, নাবা চৌধুরী, খন্দকার রাকিবুল হক, মাসুদ কবির প্রমুখ। এদিকে ঢাকার বাইরের নোয়াখালীর মাইজদি থিয়েটারের হান্নান জানিয়েছেন খুব শিগগিরই তারা ‘মাকড়সা’ নামের একটি নতুন নাটক মঞ্চে আনার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে নাটকটির প্রস্তুতি চলছে। মহড়া শেষে জেলা প্রশাসকের অনুমতিক্রমে জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সম্প্রতি শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথসভা শেষে জানা গেছে ২৩ অক্টোবর থেকে একাডেমির মঞ্চগুলো নাটক মঞ্চায়নের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক আসনের টিকিট বিক্রির মাধ্যমে একাডেমির মিলনায়তনগুলোতে নাটক মঞ্চায়ন করবে বিভিন্ন নাটকের দল। মঞ্চের আলোয় আবারও আলোকিত হতে যাচ্ছে নাট্যাঙ্গন।  এই অঙ্গনের মানুষ, অনুরাগী আর দর্শকও সেই অপেক্ষার প্রহর গুনছেন। গ্রহণের কাল কেটে গিয়ে দীপ্তিমান সূর্যের অপেক্ষায় নাট্যাঙ্গন।

সর্বশেষ খবর