শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিব্রত আলমগীর

শোবিজ প্রতিবেদক

বিব্রত আলমগীর

বাংলাদেশের চলচ্চিত্রের আজীবন সম্মাননাপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীরের নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে ধর্মবিষয়ক একটি স্টেটমেন্টকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আলমগীর। আলমগীর জানালেন ফেসবুকে তার নিজের নামে অফিশিয়াল কোনো পেজ নেই। তার একমাত্র আইডি এম. এ. আলমগীর (M. A. Alamgir) নামেই আছে। যার নিয়ন্ত্রণ রয়েছে তার নিজের কাছেই। বিষয়টি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘এর আগেও ২০১৬ সালের ১৩ অক্টোবর একইভাবে একই ইস্যু নিয়ে আমাকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করা হয়। অনুরূপভাবে আবারও কোনো কথা না বলা বা স্টেটমেন্ট না দেওয়ার পরও মিথ্যা একটি বিষয়কে কেন্দ্র করে আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ধর্ম নিয়ে কোনো ধরনের স্টেটমেন্ট আমি কখনো কোথাও দিইনি। তারপরও কেন, কী উদ্দেশে, কারা আমার এমন ক্ষতি করছেন তা আমার বোধগম্য নয়। কিইবা তাদের লাভ, তাও বুঝতে পারছি না। তবে ঘটনা যাই হোক না কেন, ধর্ম নিয়ে যে স্টেটমেন্টের কথা ভুয়া ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে তা দুভাবে মিথ্যা। এক. ফেসবুক পেজটি আমার নয়, দুই. আমি ধর্ম নিয়ে কোনো ধরনের স্টেটমেন্ট দিইনি। বিষয়টি দেশবাসীসহ আমার যারা ভক্ত আছেন, গুণগ্রাহী আছেন, আমার যারা শুভাকক্সক্ষী আছেন তাদের কাছে স্পষ্ট করার জন্য আমি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছি।  আশা করছি বিষয়টি সবাই যার যার অবস্থানে থেকে অনুধাবন করতে পারবেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর