শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে স্মৃতি ফামির বই

শোবিজ প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে স্মৃতি ফামির বই

কথা ছিল জন্মদিনে প্রকাশ করবেন নিজের বই। কথা তিনি রেখেছেন। ১০ অক্টোবর মডেল ও অভিনেত্রী স্মৃতি ফামি প্রকাশ করেছেন তার স্বপ্নের সেই বইটি। নাম ‘ভার্চুয়াল রিয়েলিটি’। বইটি স্থান পাচ্ছে যুক্তরাজ্যের পাঁচটি জাতীয় গ্রন্থাগারে। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ন্যাশনাল লাইব্রেরি ও ব্রিটিশ গ্রন্থাগারে। এ ছাড়াও শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনসহ বিশ্বের শতাধিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বইটি। স্মৃতি ফামি জানান, ‘বৈশ্বিক বাস্তবতায় সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য তৈরির বিষয়ে তিনি বইটি লিখেছেন। আর সেটি লেখার পেছনে রয়েছে ৯০ দশক থেকে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা এবং এ বিষয়ে ১৬ বছরের উচ্চতর শিক্ষাজীবন।’ তিনি আরও বললেন, ‘টানা ১০০ দিন লেগেছে বইটি লেখা শুরু ও শেষ করতে। নিজের অভিজ্ঞতা নিয়ে ভাবছিলাম এমন একটি বই লেখার।  অবশেষে সেটি করতে পেরে আরাম বোধ করছি।’

 

সর্বশেষ খবর