সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সময়ের উপলব্ধি নিয়ে গান

শোবিজ প্রতিবেদক

সময়ের উপলব্ধি নিয়ে গান

অনেকটা সময় পর নতুন গান নিয়ে উপস্থিত হলেন নব্বইয়ের দশকের বহু জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। ‘আলো’ শিরোনামের গানটি গেয়েছেন তানজির তুহিন। প্রথমবার প্রিন্স মাহমুদের কথা ও সুরে গাইলেন ‘শিরোনামহীন’ ব্যান্ডের সাবেক এই ভোকাল ও ‘আভাস’-এর বর্তমান ভোকাল। গতকাল জি সিরিজের ব্যানারে প্রকাশ পায় এ গানটি। গানের কথাগুলো এমন, ‘এই আলো-হাওয়ার মায়া কাটিয়ে, এই জগত্বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে। এই ভালোমন্দেও ভালো থাকা, প্রিয় মুখগুলো বুকে জাপটে রাখা, ছেড়ে যাব ভাবতেই চোখ ভরে আসে।’ এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘এটা একটা সময়ের উপলব্ধি। প্রতিটি মানুষের কোনো না কোনো সময় মৃত্যুভয় পেয়ে বসে। মানুষ বাঁচতে চায়। জাগতিক রূপ-রস-গন্ধ নিতে চায়। বুক ভরে নিঃশ্বাস নিতে চায়। জাগতিক জীবনের শরীরী অস্তিত্ব সে হারাতে চায় না। তানজির তুহিন বলেন, ‘প্রিন্স ভাইয়ের গান সম্পর্কে সবাই জানেন। করোনাকালের উপলব্ধি নিয়ে তার নতুন এই গান। কথা ও সুর দারুণ হয়েছে। বাকিটা শ্রোতারাই বলবেন।’ গানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আইয়ুব বাচ্চুকে। কারণটিও জানালেন প্রিন্স মাহমুদ, ‘বাচ্চু ভাই সব সময়ই বেঁচে থাকতে চাইতেন। এত জলদি পৃথিবী ছেড়ে যাবেন, এটি তার ভাবনাতেই ছিল না। অবশ্য এমন ভাবনা কারোরই থাকে না। তবে গানটি করার সময় বাচ্চু ভাইকে খুব মনে পড়েছিল। আমার যে কোনো গান প্রকাশ পেলে সবার আগে বাচ্চু ভাইয়ের ফোনই পেতাম।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর