সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বস্তির নিঃশ্বাসে ঊনপঞ্চাশ বাতাস

শোবিজ প্রতিবেদক

স্বস্তির নিঃশ্বাসে ঊনপঞ্চাশ বাতাস

স্তব্ধ সময়ের নিঃশ্বাস হয়ে অবশেষে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। ২৩ অক্টোবর এই সিনেমাটি মুক্তির মাধ্যমে একই সঙ্গে সচল হচ্ছে স্টার সিনেপ্লেক্সও। ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ নীরা চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা এবং অয়ন চরিত্রে ইমতিয়াজ বর্ষণ। সবার মতে, এটি কাঁচের যুগের ছবি নয়। নির্মাতা উজ্জ্বল বলেন, ‘একটি অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’ ঊনপঞ্চাশ বাতাসে নীরা চরিত্র নিয়ে শার্লিন বলেন, ‘নীরার ভালোবাসা এক দুর্লভ ক্ষমতা নিয়ে জন্মেছে। নীরা যেভাবে অয়নকে ভালোবাসে, তাতে ভালোবাসা এক নতুন সংজ্ঞা পাবে।’ অয়ন চরিত্র চিত্রণকারী ইমতিয়াজ বর্ষণ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর। অয়ন খুশি তো বটেই! তার ওপর এই অতিমারীর পর ঊনপঞ্চাশ বাতাস দিয়ে সিনেপ্লেক্স খুলছে, এটা তো ইতিহাস হয়ে যাচ্ছে। আশা করছি, ঊনপঞ্চাশ বাতাস স্নিগ্ধ হাওয়ায় ভরিয়ে দেবে চারপাশ।’ রেড অক্টোবরের ব্যানারে ছবিটির প্রযোজনায় রয়েছেন আসিফ হানিফ এবং নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন। 

সর্বশেষ খবর