মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

লন্ডনে শাহরুখ-কাজলের মূর্তি

শোবিজ ডেস্ক

লন্ডনে শাহরুখ-কাজলের মূর্তি

আজ ২০ অক্টোবর। ঠিক ২৫ বছর আগে এই দিনেই মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়া পরিচালিত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। যে ছবি একাধিক দিক থেকে ভারতীয় মূলধারার ছবির খোলনলচে বদলে দিয়েছিল, তৈরি করেছিল নতুন নতুন রেকর্ড। ছবিতে শাহরুখ খান ও কাজলের জুটি আজও সিনেপ্রেমীর মনে অমলিন। এবারে সেই ‘ডিডিএলজে’ রজতজয়ন্তী পূর্ণ করতে চলেছে। আর এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় করতে লন্ডনের লেস্টার স্কয়ারে বসছে শাহরুখ ও কাজলের ব্রোঞ্জ মূর্তি। লন্ডনের লেস্টার স্কয়ারের ‘সিনস ইন দ্য স্কয়ার’-এ ইতিমধ্যেই গত ১০০ বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সিনেমার কয়েকটি চরিত্রের ব্রোঞ্জ মূর্তি বসানো হয়েছে। তালিকায় রয়েছে লরেল ও হার্ডি, হ্যারি পটার, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান প্রমুখ। সেখানে এই প্রথম কোনো ভারতীয় ছবির চরিত্রের মূর্তি বসানো হচ্ছে। ছবিতে এই লেস্টার স্কয়ারেই প্রথম রাজ ও সিমরনের দেখা হয়। উদ্যোক্তাদের ইচ্ছা আগামী বছর শাহরুখ-কাজলের উপস্থিতিতেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মূর্তি উন্মোচন করা হবে। উল্লেখ্য, সে সময় ছবিটি বক্স অফিসে প্রায় ১০৩ কোটি টাকার ব্যবসা করেছিল, যা আজকের মূল্যায়নে প্রায় ৫২৪ কোটি টাকা।

সর্বশেষ খবর