মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলমগীরের হাতে ফজলুল হক স্মৃতি পুরস্কার

শোবিজ প্রতিবেদক

আলমগীরের হাতে ফজলুল হক স্মৃতি পুরস্কার

গতকাল প্রদান করা হলো চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম শিশু চলচ্চিত্রে পরিচালক সাংবাদিক ফজলুল হকের স্মরণে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার। চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে এ বছর পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়ক এম এ আলমগীর এবং সাংবাদিকতায় শামীম আলম দীপেনকে।  পুরস্কারপ্রাপ্তদের হাতে উত্তরীয়, ক্রেস্ট, সদন ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ সালাউদ্দিন জাকী, গাজী মাজহারুল আনোয়ার এবং নাসির উদ্দিন ইউসুফ। পুরস্কার গ্রহণ করে চিত্রনায়ক ও চিত্রপরিচালক আলমগীর বলেন, অনেকেই জানেন না আমি চলচ্চিত্র পরিচালনা করি। চ্যানেল আইকে ধন্যবাদ আমাকে চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। জীবনে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু, এ পুরস্কারটি আমার জন্য বিরাট স্মৃতি। আমি সবার আশীর্বাদ চাই যতদিন বেঁচে থাকব অভিনয়ও করব এবং চলচ্চিত্রও বানাব। এর আগে ফজলুল হকের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে ভিডিও বার্তায় ফজলুল হকের প্রতি স্মৃতিচারণ করেন মেয়ে কেকা ফেরদৌসী।

সর্বশেষ খবর