বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শাহেদ-ছবির পিতৃসত্তা

শোবিজ প্রতিবেদক

শাহেদ-ছবির পিতৃসত্তা

বর্তমান সময়ে আমাদের সমাজে ধর্ষণ এক ভয়াল রূপ ধারণ করেছে। কদাকার এক স্থূল স্বার্থ চরিতার্থে যেখানে মিথ্যা হয়ে যায় সব সম্পর্ক, সব মানবতার গল্প। এমনই এক প্রেক্ষাপটে পরিচালক নাদিয়া আফরিন রেখার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘পিতৃসত্তা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রে সমসাময়িক অসামাজিক বাস্তবতার কিছু অযাচিত চিত্র উপস্থাপিত হয়েছে একজন বাবার দৃষ্টিকোণ থেকে। মূলত শিশু ধর্ষণ কিংবা কন্যাসন্তানের অনিরাপদ জীবন  বাবা-মা কিংবা পারিবারিক ও সামাজিক জীবনে যে বিরূপ প্রভাব বিস্তার করে তার একটি খন্ড চিত্র  হচ্ছে এই চলচ্চিত্র। মুখ্য দুটি চরিত্রে  অভিনয় করেছেন শাহেদ শরীফ খান এবং ফারজানা ছবি। আরও অভিনয় করেছেন তনামী হক, ঐশী, নাফিজা, পূর্ণতা, মিল্টন প্রমুখ। শিল্পী ফারজানা ছবি বললেন, অভিনয় জীবনে নানামুখী চরিত্রে প্রতিদিন  অভিনয় করছি। তবু কিছু কাজের প্রতি একটা তীব্র ভালোবাসা কাজ করে। এটি আমার তেমনই একটি প্রিয় কাজ। এর গল্প সমসাময়িক এক অসামাজিক বাস্তবতাকে প্রকাশ করে। ধর্ষণের প্রতিবাদে পরিবার,  সমাজ এবং গোটা জাতির সোচ্চার হওয়ার সময় এখনই। শুধু তাই নয়, নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে আমাদের প্রত্যেককে, এ দায়িত্ব  আমার, আপনার, সবার। এ কাজটিতে অভিনয় করাটা আমি শিল্পী হিসেবে সামাজিক দায়িত্ব মনে করেছি। আমাকে চমৎকার এই চরিত্রে অভিনয়ের যোগ্য মনে করায় পরিচালক নাদিয়া আফরিনকে ধন্যবাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর