বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
দুই বাংলার সিনেমা হলের চালচিত্র

এপারে নেই ছবি-দর্শক জমে উঠছে ওপারে

আলাউদ্দীন মাজিদ

এপারে নেই ছবি-দর্শক জমে উঠছে ওপারে

করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশে বাংলাদেশ ও ভারতে প্রায় ৭ মাস সিনেমা হল বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে দুই বাংলায়ই খুলে দেওয়া হয়েছে সিনেমা হল। সিনেমা হল খুললেও দুই বাংলার চিত্র দুই রকম। এপার বাংলায় নেই নতুন ছবি আর দর্শক। খোলার প্রথম শুক্রবার নামে মাত্র একটি নতুন ছবি ‘সাহসী হিরো আলম’ মুক্তি পেলেও ছবিটি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি একই দিন এবং পরের শুক্রবারও মুক্তি পেয়েছে পুরনো ছবি। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘শাহেনশাহ’। ওদিকে ওপার বাংলায় ছিল নতুন ছবি মুক্তির রমরমা অবস্থা। এ কথা জানিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছেÑ ‘দর্শকও সিনেমা হল মালিকদের হতাশ করেনি। জমে উঠছে সিনেমা হল। মুক্তি পেয়েছে ‘ড্রাকুলা স্যার’, ‘রক্ত রহস্য’, ‘গুলদস্তা’, ‘শিরোনাম’, ‘এসওএস কলকাতা’ প্রভৃতি। নবীনা সিনেমা হলের মালিক নবীন চৌখানি জানালেন, তার হলে ‘ড্রাকুলা স্যার’ বেশ ভালো পারফরম করেছে। ‘রক্ত রহস্য’ বা ‘গুলদস্তা’ ফ্যামিলি ড্রামা। যেহেতু কম বয়সীরাই প্রেক্ষাগৃহে ভিড় করেছেন, তাই তাদের আগ্রহ ‘ড্রাকুলা স্যার’ নিয়ে। তিনি আরও বলেন, পূজার কদিনের দর্শক সমাগমে এটা স্পষ্ট যে, মানুষ সিনেমা দেখতে চাইছে। এ ক্ষেত্রে জরুরি বিষয় হলো কনটেন্ট। ভালো ছবি এলে দর্শকও আসবে। একই কথা বলছেন বেহালার অজন্তা সিনেমা হলের মালিক শতদীপ সাহা। তার কথায়, দর্শকসংখ্যা বাড়াতে গেলে ভালো ছবি দরকার। ‘ড্রাকুলা স্যার’ ভালো পারফরম করেছে বলেই জানালেন তিনি। তারপর ‘রক্ত রহস্য’। আইনক্স মাল্টিপ্লেক্সের তরফেও জানানো হয়েছে, ‘ড্রাকুলা স্যার’ ভালো ব্যবসা করেছে। প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্তের মতে, সিনেমা হল বাঁচাতে গেলে বড় ছবি প্রয়োজন। সামনে দীপাবলি। ‘প্রেম টেম’, ‘সুইৎজারল্যান্ড’ এবং হরনাথ চক্রবর্তীর নাম ঠিক না হওয়া একটা ছবি থাকবে বলে শোনা যাচ্ছে। তবে বিগ বাজেটের হিন্দি ছবি না থাকাটা ভাবাচ্ছে সিনেমা হল মালিকদের। এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস ও মধুমিতা সিনেমা  হলের কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, সিনেমা হল বাঁচাতে নতুন এবং মানসম্মত ছবির বিকল্প নেই। সিনেমা হল খোলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন ছবি মুক্তি দিতে রাজি নন প্রযোজকরা। এ অবস্থায় সিনেমা হল খোলা রাখা কীভাবে সম্ভব? প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, করোনার ভয়ে দর্শক নেই, তার ওপর স্বাস্থ্যবিধি মানতে অর্ধেক সিট খালি রাখতে হচ্ছে সিনেমা হলে। এ অবস্থায় নতুন ছবি মুক্তি দিয়ে নির্মাতা যাতে লোকসানের কবলে না পড়ে তার জন্য সরকার, প্রদর্শক এবং প্রযোজক মিলে করণীয় ঠিক করতে ত্রিপক্ষীয় বৈঠক ছাড়া  এ অবস্থার উন্নতি সম্ভব নয়।

সর্বশেষ খবর