বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যুর পর প্রথম জন্মদিন

শোবিজ প্রতিবেদক

মৃত্যুর পর প্রথম জন্মদিন

এন্ড্রু কিশোর

এ বছরের ৬ জুলাই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান বাংলা গানের ঐশ^র্য এবং জাদুময় কণ্ঠের অধিকারী এন্ড্রু কিশোর। দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুকে সাদরে আমন্ত্রণ জানান এই কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার। তার মৃত্যুতে থেমে গেছে বাংলা গানের এক বিরাট অধ্যায়। তিনি আজ নেই, তবুও থেমে নেই তার জন্মদিন গণনার ক্ষণ। আজ তার জন্মদিন। মৃত্যুর পর প্রথম জন্মদিন এই দরদি গায়কের। তবে জন্মদিনে কোনো আয়োজন থাকছে না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আটবার জাতীয় পুরস্কার বিজয়ী এই শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগও করেছেন সেই জন্মভূমির মাটিতেই। মৃত্যুর আগে তার অবস্থার অবনতি হলে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি হন এ গায়ক। সেখানেই সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এন্ড্রু কিশোর মৃত্যুর আগে বলে গিয়েছিলেন মায়ের কবরের পাশেই যেন তাকে কবর দেওয়া হয়। তার সেই ইচ্ছানুযায়ী মায়ের পাশেই তাকে সমাহিত করা হয়। এন্ড্রু কিশোরের দুটি সন্তান রয়েছে। প্রথম সন্তানের নাম সংজ্ঞা আর দ্বিতীয়জনের নাম সপ্তক।

এন্ড্রু কিশোর প্রাথমিকভাবে সংগীতের পাঠ শুরু করেন রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে। একসময় গানের নেশায় রাজধানীতে ছুটে আসেন। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন। এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ‘ধুম ধারাক্কা’। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে। এরপর আর চলচ্চিত্রের গানের জন্য পেছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর