বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পরীমণি-তানভীরকে নিয়ে প্রীতিলতা শুরু

শোবিজ প্রতিবেদক

পরীমণি-তানভীরকে নিয়ে প্রীতিলতা শুরু

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। রবিবার থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। সিনেমাটিতে নাম-ভূমিকায় অভিনয় করছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণি। তার বিপরীতে আছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। প্রথম দিনের শুটিংয়ে তারা দুজন ছাড়াও অংশ নেন মামুন বিশ্বাস, মুকুল সিরাজ, রিপা, আর এ রাহুল প্রমুখ। এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, প্রথম লট আমরা ঢাকাতেই করছি। পরে চট্টগ্রামে আমাদের মূল কাজ হবে। প্রথমদিকের শুটিংয়ে আমি এবং আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন। পরী সত্যিই খুব ভালো অভিনয় করছেন। এ প্রসঙ্গে পরীমণি বলেন, প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্যনির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে। ইউফরসির ব্যানারে নির্মিত এ সিনেমার কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ। ‘প্রীতিলতা’র জন্য গান গেয়েছেন কবির সুমন। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা।

সর্বশেষ খবর