শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনাকালে মঞ্চে নতুন যত নাটক

শত প্রতিকূলতায় জীবনের সঙ্গে যুদ্ধ করেই এগিয়ে যেতে হয়। এ বিষয়টিকে উপলব্ধি করে সাংস্কৃতিক অঙ্গনকে চলমান রাখার লক্ষ্যে নতুন নতুন নাটক নিয়ে সুন্দর ও নান্দনিকতার যুদ্ধ শুরু করেছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

মোস্তফা মতিহার

করোনাকালে মঞ্চে নতুন যত নাটক

শেষ হয়নি করোনাকাল। ৯ মাস ধরে ভাইরাস ছড়াচ্ছে কভিড-১৯। প্রতিদিনই হারিয়ে যাচ্ছে মূল্যবান প্রাণ। আক্রান্ত, সুস্থতা আর মৃত্যুর সমীকরণে কে এগিয়ে আর কে পিছিয়ে এসব না ভেবে নিজ নিজ কর্মযজ্ঞ নিয়ে অন্য সব সেক্টরের মতো এগিয়ে চলেছে নাট্যাঙ্গনের মানুষও। হার না মানাই হচ্ছে জীবন। আর শত প্রতিকূলতায় জীবনের সঙ্গে যুদ্ধ করেই এগিয়ে যেতে হয়। এ বিষয়টিকে উপলব্ধি করে সাংস্কৃতিক অঙ্গনকে চলমান রাখার লক্ষ্যে নতুন নতুন নাটক নিয়ে সুন্দর ও নান্দনিকতার যুদ্ধ শুরু করেছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

এই যুদ্ধ যেমন ভাইরাসের সঙ্গেও সুস্থভাবে টিকে থাকা, এ যুদ্ধ ঠিক তেমনি বৈশ্বিক দুর্যোগেও নাটকের মঞ্চকে আলোকিত রাখা, নাট্যকর্মীদের চাঙ্গা রাখা আর শিল্পানুরাগীদের বিনোদনের খোরাক জোগাতে এগিয়ে আসার। যেখানে বন্ধ ছিল সব কার্যক্রম, থমকে ছিল সাংস্কৃতিক অঙ্গন সেখানে করোনার চোখ রাঙানির এ সময়ে নতুন নাটকের প্রযোজনা নিয়ে এগিয়ে আসার সাহস নিঃসন্দেহে একটি যুদ্ধেরই শামিল। থমকে যাওয়া এ সময়ে ইতিমধ্যেই দুটি নতুন নাটক মঞ্চায়ন হয়েছে। আর আজ মঞ্চায়ন হবে আরও একটি নতুন নাটক। মাত্র ১৫ দিনের মধ্যে তিনটি নতুন নাটকের মঞ্চায়ন নিঃসন্দেহে একটি কষ্টসাধ্য ব্যাপার। নাটকের প্রতি ভালোবাসা ও দর্শকদের প্রতি দায়বদ্ধতা থাকার কারণেই এত অল্প সময়ে তিনটি নতুন নাটক মঞ্চে আনতে সক্ষম হয়েছে নাট্যদলগুলো। এর মধ্যে ২৩ অক্টোবর মহিলা সমিতি মিলনায়তনে শৌখিন নাট্যদল মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘ধূম্রজ্বালা’। অপূর্ব কুমার কুন্ডু রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন হামিদুর রহমান পাপ্পু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলটির নিয়মিত শিল্পীরা। ৩০ অক্টোবর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চায়ন করে তাদের নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। নাটকটির মঞ্চায়নের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত ছিলেন বরেণ্য সংস্কৃতিজনরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামান রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে অনুস্বর নাট্যদলের নাটক ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায় এবং রূপান্তর ও নির্দেশনায় আছেন মোহাম্মদ বারী। এ নাটকটির মাধ্যমে বহু বছর পর মঞ্চে আসছেন জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা আবুল হায়াত। এতে আরও অভিনয় করবেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, মেরিনা মিতু, ফরিদা লিমা, এস. আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ। শুধু আমন্ত্রিত অতিথিরাই নাটকটির উদ্বোধনী প্রদর্শনীটি দেখতে পারবেন। আমন্ত্রিত অতিথি হিসেবে নাটকটি দেখবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্যরা। আর কাল শনিবার দর্শনীর বিনিময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  এ ছাড়া আরও বেশ কয়েকটি দল শিগগিরই নতুন প্রযোজনা নিয়ে দর্শকদের সামনে আসছে। এর মধ্যে শীর্ষস্থানীয় নাটকের দল প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে তাদের দুটি নতুন নাটক। একটি হলো ‘মেজর’ অন্যটি ‘পতাকা পাগল’। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত ‘বাংলা নাট্য উৎসব’-এ স্বাস্থ্যবিধি মেনে নাটকটি মঞ্চস্থ হবে। এতে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম। ১৮ ডিসেম্বর শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘মেজর নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন অনন্ত হীরা। বর্তমানে মগবাজারের গাবতলাতে নাটকটির রিহার্সেল চলছে। নাটকটিতে দর্শকরা নতুনত্ব ও ইতিহাসের স্বাদ পাবেন বলে জানান অনন্ত হীরা। তিনি জানান, ‘মেজর’ মঞ্চায়নের মাসখানেক পরে অর্থাৎ ২০২১-এর শুরুতেই মঞ্চে আসছে তাদের আরেকটি নতুন নাটক ‘পতাকা পাগল’। অনন্ত হীরা রচিত এ নাটকটির নির্দেশনায় থাকবেন নুনা আফরোজ। নাটকের দল বটতলা মঞ্চে আনছে তাদের নিজস্ব প্রযোজনার নতুন একক নাটক ‘সোহোতে মাস্ক’। এই নাটকটিতে অভিনয় করবেন পঙ্কজ মজুমদার। অনুরাগ থিয়েটার মঞ্চে আনছে দলটির নিয়মিত প্রযোজনার নতুন নাটক ‘অবজেকশন ওভাররুলড’। চলতি মাসেই নাটকটি মঞ্চায়ন হবে বলে জানান নাটকটির রচয়িতা ও নির্দেশক মাহবুব আলম। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শামছি সায়কা (পদাতিক), মেহমুদ লেনিন (থিয়েটার আর্ট ইউনিট), মীর মিজানুর রহমান, নিজাম নূর, সাহাদাত হোসেন সাঈদ, জ্যোৎস্না আক্তার, জাহিদ হাসান আশিক প্রমুখ। নৈবেদ্য থিয়েটার মঞ্চে আনছে দলটির পঞ্চম প্রযোজনার নতুন নাটক ‘প্রত্যাবৃতা’। নাটকটিতে একটি মেয়ের মনের ভাব, অভিব্যক্তি ও ভালোবাসার মানুষের কাছে ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। বিদেশি নাট্যকার আন্তন চেখভের দুটি গল্প অবলম্বনে এটির নাট্যরূপ ও রূপান্তর করেছেন বিবি কানিজ, ডিজাইন, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন রাজীব রেজা। অন্যদিকে ঢাকা পদাতিক, পদাতিক নাট্য সংসদ, মহাকাল, বাংলাদেশ থিয়েটার, জেনেসিস থিয়েটারসহ বেশ কয়েকটি নাটকের দল তাদের নতুন প্রযোজনা নিয়ে বর্তমানে মহড়া কক্ষে ব্যস্ত সময় পার করছেন।

চারদিকে যখন হতাশা, বিপর্যয় আর অনিশ্চয়তা সে সময়ে নতুন নাটক সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোকের  ঝরনাধারা বইবে এমনটি মনে করছেন নাট্যাঙ্গনের মানুষ।

সর্বশেষ খবর