শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্লাজমা দেওয়ার পরও ভালো নেই অপূর্ব

শোবিজ প্রতিবেদক

প্লাজমা দেওয়ার পরও ভালো নেই অপূর্ব

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্বর বুকের সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা গেছে, করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার দেওয়া হয়েছে প্লাজমা। তারপরও ভালো নেই  অপূর্ব। চিকিৎসকের বরাত দিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান এমনটিই জানিয়েছেন। তিনি জানান, অপূর্ব ভাই যে খুব একটা ভালো আছে, তা বলা যাচ্ছে না। এরই মধ্যে তাকে প্লাজমা দেওয়া হয়েছে। প্লাজমা দেহে কাজ করছে কিনা তা বুঝতে আরও কিছু সময় লাগবে। এ ছাড়া অন্যান্য রিপোর্টও ভালো না তার। প্রতিদিনই ডাক্তাররা নতুন নতুন পরীক্ষা করছেন। টানা তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে অপূর্বর কভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কভিড-১৯ পজিটিভ। গত মঙ্গলবার তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে একটি শুটিং স্পটে দুজন কুশলি করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব। অন্যদিকে এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন এই অভিনেতার সঙ্গে জুটি  বেঁধে টিভি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন।

 

সর্বশেষ খবর